দেশের কোনো সিম অপারেটরে বর্তমানে থ্রিজি অথবা ফোরজি মোবাইল নেটওয়ার্কের সুবিধা পাওয়া যাচ্ছেনা। বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন বা বিটিআরসি এর নির্দেশ মোতাবেক দেশের সকল মোবাইল অপারেটর প্রতিষ্ঠান সকল স্থানে ডাটা এবং ভয়েস উভয় ক্ষেত্রে থ্রিজি এবং ফোরজি সার্ভিস স্থগিত করে দিয়েছে আজ ২৭ ডিসেম্বর রাতে।
শুধুমাত্র টুজি মোবাইল সার্ভিস কাজ করছে ডাটা এবং ভয়েস উভয় ক্ষেত্রে। হঠাৎ করেই মোবাইল ডাটা কাজ করা বন্ধ করায় অনেক গ্রাহক ভোগান্তিতে পড়েছেন। ধারণা করা হচ্ছে নির্বাচন উপলক্ষ্যে অনলাইনে নাশকতা এড়াতে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত।
ফোনের সিম সেটিংস এ গিয়ে ‘২জি অনলি’ অপশন ব্যবহার করে সবাই টুজি মোবাইল ডাটা ব্যবহার করতে পারবেন। তবে কবে নাগাদ থ্রিজি এবং ফোরজি সুবিধা আবার কার্যকর হবে সে নিয়ে কোন তথ্য পাওয়া যায়নি। শেয়ার করে আপনার আশেপাশের সবাইকে জানিয়ে দিতে পারেন এই ইম্পরট্যান্ট নিউজটি!
সোর্স: ATC
No comments:
Post a Comment