উমিডিজি এ থ্রি এর ঝড় থামতে না থামতেই বাজারে আসলো উমিডিজি ওয়ান এবং ওয়ান প্রো নামে দুটি ডিভাইস।
দুটি ফোনেই থাকছে ৫.৯ ইঞ্চি ১৯:৯ রেশিওর নচযুক্ত ইন সেল আইপিএস ডিসপ্লে। অক্টাকোর হেলিও পি২৩ দিয়ে লঞ্চ করা ডিভাইস দুটির সাথে স্মুথ গেমিং পারফরমেন্সের জন্য দেয়া হয়েছে মালি জি৭১ এমপি২ জিপিইউ।
ডিভাইস দুটির অন্যতম আকর্ষণ হিসেবে ওয়ান প্রো তে থাকছে 15W ওয়্যারলেস ফাস্ট চার্জিং এবং 18W এর ফাস্ট চার্জিং সুবিধা। আর ইউমিডিজি ওয়ান সাপোর্ট করবে 10W ফাস্ট চার্জিং।
সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট ও ফেইস আনলক প্রযুক্তির সাথে ডিজিটাল পেমেন্টের জন্য দুইটি ফোনেই থাকছে NFC! যা নিঃসন্দেহে এই বাজেটে খুবই আনএক্সপেক্টেড!
দারুন স্পেক এবং ডিজাইন নিয়ে বাজারে আসা ডিভাইস দুটি ইতোমধ্যেই বাজারে সাড়া ফেলেছে প্রচুর। তবে উমিডিজি এ থ্রি নিয়ে গ্রাহকদের জল্পনা-কল্পনা এখনো শেষ হয়নি। ধারণা করা যাচ্ছে ২০১৯ সালের শুরুতে লো এবং মিড বাজেটের বাজার মাতিয়ে রাখবে উমিডিজির এই ডিভাইসগুলো।
ক্যাশব্যাক অফার-
রবিশপ থেকে ইউমিডিজি ওয়ান/ওয়ান প্রো কেনার পরে আপনার প্রথম অনুভূতি জানিয়ে পেতে পারেন সম্পূর্ণ ১০০ শতাংশ ক্যাশব্যাক। ১০০% ক্যাশব্যাক পেতে হলে যা করতে হবে –
১. ইউমিডিজি ওয়ান/ওয়ান প্রো কেনার পরে ডিভাইসটি দেখে আপনার প্রথম অনুভূতি শেয়ার করতে হবে আপনার পার্সোনাল ফেসবুক প্রোফাইলে
২. হ্যাশট্যাগ দিতে হবে #ILOVEUMIDIGI
ভাগ্যবান বিজয়ী পাবেন ১০০ শতাংশ ক্যাশব্যাক।
The post উমিডিজি-রবির ১০০% ক্যাশব্যাক অফার appeared first on ATC ToTo.
from ATC ToTo
via ifttt
No comments:
Post a Comment