ইউটিউবে সাবস্ক্রাইবার রিমুভ হয়ে যাওয়ার পর সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকেও আজ (১৮/০১/১৯) রাতে ঘটলো অনাকাঙ্খিত এক ঘটনা। মধ্যরাতে ফেসবুকে আসে বড় ধরনের একটি পরোক্ষ আপডেট। যার ফলে বিভিন্ন বড় বড় গ্রুপ থেকে কমে যাওয়া শুরু করেছে মেম্বারসংখ্যা।
আমাদের এটিসি অফিসিয়াল গ্রুপ্রেও প্রায় ৯ হাজার+ মেম্বার ছাটাই হয়ে গিয়েছে। ধারণা করা হচ্ছে, ফেসবুকের এই নতুন আপডেট এর মাধ্যমে ফেইক/ডিজেবল/ ইনএক্টিভ আইডিগুলো রিমুভ করে দেয়ার উদ্যোগ নিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।
এটিসি মেম্বারদের তথ্য অনুযায়ী প্রায় ১১ মিলিয়ন মেম্বার সহ গ্রুপ, কমে যেয়ে ৩ মিলিয়ন এ নেমে এসেছে। সেখানে এটিসির মাত্র ১০-১২ হাজার মেম্বার কমেছে! নতুন এই আপডেট পেজেও আসবে বলে ধারণা করা হচ্ছে।
মেম্বার ক্রয়-বিক্রয় সহ যারা পোস্ট করে পেইড মেম্বার ঢুকাতো গ্রুপে, তাদের জন্য এটি দুঃসংবাদ হলেও আমাদের জন্য সুসংবাদ। স্প্যামিং বন্ধ হওয়া সহ নানানরকম সুবিধা আছে এই উদ্যোগে। তো জানিয়ে দিতে পারেন এই উদ্যোগ নিয়ে আপনার মতামত এবং আপনার গ্রুপ থাকলে কতজন মেম্বার রিমুভ হলো জানাতে ভুলবেন না।
The post হঠাৎ ফেসবুক গ্রুপ থেকে মেম্বার উধাও! appeared first on ATC ToTo.
from ATC ToTo
via ifttt
No comments:
Post a Comment