জিপিউ নির্মাতা এনভিডিয়া CES 2019 এ ঘোষণা দিয়েছে কয়েকটি FreeSync মনিটরের জন্য তাদের নিজস্ব G-Sync সাপোর্ট আনার।
এতদিন এনভিডিয়া জিপিউ ইউজারদের জন্য ছিলো তাদের নিজস্ব G-Sync, যার ফলে তারা এতদিন এই প্রযুক্তি ছিলো অনেকের নাগালের বাইরে। কেননা G-Sync সাপোর্টেড মনিটর গুলোর দাম ছিলো আকাশছোঁয়া। অন্যদিকে আরেক টেক জায়ান্ট এএমডির জিপিউ গুলো সাপোর্ট করতো FreeSync মনিটর।
তবে FreeSync টেকনোলজি বিনামূল্যে হওয়ার এনভিডিয়া এবার ঝুঁকেছে FreeSync এর দিকে। তবে সব FreeSync মনিটরে যে G-Sync সাপোর্ট পাবে তা বলা যাচ্ছে না এখনই। এনভিডিয়া তাদের ঘোষণায় ১২টি মনিটর এর কথা উল্লেখ করেছে যেগুলো তাদের G-Sync সাপোর্ট করবে ১৫ জানুয়ারির ড্রাইভার রিলিজের পর।
মনিটরগুলোর লিস্ট নিচে দেয়া হলোঃ-
• Acer XFA240
• Acer XG270HU
• Acer XV273K
• Acer XZ321Q
• Agon AG241QG4
• AOC G2590FX
• Asus MG278Q
• Asus VG258Q
• Asus VG278Q
• Asus XG248
• Asus XG258
• BenQ XL2740
The post FreeSync মনিটরের জন্য G-Sync সাপোর্ট আনছে এনভিডিয়া appeared first on ATC ToTo.
from ATC ToTo
via ifttt
No comments:
Post a Comment