২০১৮ সালের শেষ দিকে শোনা যাচ্ছিলো জিপিউ নির্মাতা এনভিডিয়া বাজারে আনতে চলেছে তাদের ২০ সিরিজের রে-ট্রেসিং সাপোর্টেড এনভিডিয়া RTX 2060। অনেক জল্পনা-কল্পনা শেষে এবার এনভিডিয়া অফিসিয়ালি ঘোষণা দিয়েছে এই মিডরেঞ্জ গ্রাফিক্স কার্ডের।
CES 2019-এ রিলিজ পাওয়া এই কার্ডের দাম রাখা হয়েছে ৩৫৯ ইউএস ডলার। থাকছে ৬ জিবি GDDR6 মেমোরি আর তার সাথে রে-ট্রেসিং এর জন্য ২৪০ টি টেনসর কোর। এনভিডিয়ার সিইও Jensen Huang এর মতে এটি GTX 1070Ti থেকেও বেটার পারফমেন্স দিবে। আর এর পূর্ববর্তী GTX 1060 থেকে প্রায় ৬০ শতাংশ বেশি পারফর্মেন্স পাওয়া যাবে। তার মতে এই জিপিউতে Battlefield V গেমটি রে-ট্রেসিং চালু রেখে ৬০এফপিএস এ খেলতে পারবেন তবে এতে আপনার দরকার হবে ইন্টেলের কোর আই-৯ এর সমতুল্য প্রসেসর।
জিপিউটি বাজারে পাওয়া যাবে ১৫ জানুয়ারী থেকেই তবে আমাদের দেশের বাজারে কবে নাগাদ এর দেখা পাওয়া যাবে তা বলা যাচ্ছে না।
The post বাজারে আসছে RTX 2060, এবার বাজেটে রে-ট্রেসিং appeared first on ATC ToTo.
from ATC ToTo
via ifttt
No comments:
Post a Comment