চাইনিজ ব্র্যান্ড ভিভো আগামী ২০ ফেব্রুয়ারি ইন্ডিয়াতে তাদের “ভি সিরিজ” এর নতুন ডিভাইস “ভিভো ভি১৫ প্রো” উন্মোচন করতে চলেছে। ভিভো ভি১১ প্রো এর মধ্যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এর চমক থাকার পর ভিভো ভি১৫ প্রো এর মধ্যে থাকবে পপ আপ ক্যামেরা সিস্টেম এর ব্যবহার।
ভিভো ভি১৫ প্রো তে থাকছে বিশ্বের প্রথম পপ আপ ক্যামেরা যুক্ত ৩২ মেগা পিক্সেল এর সেলফি ক্যামেরা সেন্সর।
পিছনে থাকছে ট্রিপল ক্যামেরা। যার মধ্যে মুল ক্যামেরা হিসেবে থাকছে স্যামসাং এর আইসো-সেল জিএম১ নামক ৪৮ মেগা পিক্সেলের ক্যামেরা সেন্সর। সাথে থাকছে ৮ এবং ৫ মেগা পিক্সেল এর আরো দুইটি ক্যামেরা সেন্সর।
চিপসেট হিসেবে ভিভো ভি ১৫ প্রো এর মধ্যে থাকছে স্ন্যাপড্রাগন ৬৭৫ এবং গ্রাফিক্স এর জন্য থাকছে অ্যাড্রেনো ৬১২। তাছাড়া ভিভো ভি১১ প্রো এর মতো ভিভো ভি১৫ প্রো এর মধ্যেও থাকছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
৬.৩৯ ইঞ্চি সাইজের সুপার এমোলেড ডিসপ্লে যুক্ত এই মোবাইলের স্ক্রিন টু বডি রেশিও হবে ৯১.২৭% । ১০৮০×২৩৪০ ফুল এইচডি প্লাস রেজুলেশন যুক্ত মোবাইলটির অ্যাসপেক্ট রেশিও হবে ১৯.৫:৯ ।
৩৭০০ অ্যাম্পিয়ার ব্যাটারি যুক্ত এই ডিভাইসটিতে ফাস্ট চার্জিং সিষ্টেম থাকলেও থাকছে না ইউএসবি টাইপ-সি । অর্থাৎ এই মোবাইলে থাকছে মাইক্রো ইউএসবি। টোপাজ ব্লু এবং কোরাল রেড কালারে পাওয়া যাবে এই ডিভাইসটি।
আউট-অফ-দ্যা অ্যান্ড্রয়েড পাই নিয়ে আসা ভিভো ভি১৫ প্রো তে থাকবে ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি রম। বাংলাদেশে অফিসিয়াল প্রাইজ ৩৫ হাজার থেকে ৪০ হাজার এর মধ্যে থাকবে বলে আশা করা যাচ্ছে। আপনার কি মতামত ভিভোর এই ডিভাইসটি নিয়ে? জানাতে পারেন কমেন্ট বক্সে।
ভিভো ভি১১ প্রো এর রিভিউটি দেখতে পারেন আমাদের চ্যানেল থেকে। এছাড়াও নিত্যনতুন টেক নিউজের জন্য এটিসি টোটোর সাথেই থাকবেন।
The post আকর্ষণীয় পপ-আপ ডিজাইন নিয়ে আসছে ভিভো ভি১৫ প্রো! appeared first on ATC ToTo.
from ATC ToTo
via ifttt
No comments:
Post a Comment