বছরের শুরু থেকেই বাজেট রেঞ্জে একের পর এক চমক আসছে। সর্বশেষ চমক হচ্ছে ওপ্পো কে ১ যা এখন পর্যন্ত সবচেয়ে কম দামের কোনো স্মার্টফোন যাতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ওয়াটারড্রপ নচ আছে।
হয়তবা এই সব কারণেই মুহূর্তের মধ্যেই স্যামসাং এম ২০ বা রেডমি নোট ৭ নিয়ে যে সকল আলোচনা হচ্ছিলো তাকে টপকে এবার সমালোচনার শীর্ষে অপ্পোর কে ১ খ্যাত এই স্মার্টফোনটি। এর আগে ভিভো এক্স২১, ভিভো নেক্স এবং ভি১১ প্রো মতো কিছু ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দিলেও কেবল ভি১১ প্রো ফোনটাই দেশে পাওয়া যাচ্ছিলো।
অপ্পো তাদের পরবর্তী স্মার্টফোনের টিজার জারি করে দিয়েছে। কে ১ ফোনটি আগামী ফেব্রুয়ারি ১২ তারিখ থেকে ভারতে ফ্লিপকার্টে বিক্রয় করা হবে। স্মার্টফোনটির সামনের দিকে থাকছে ৬.৪ ইঞ্চির ফুলএইচডি+ রেজুলুশনের এমোলেড ডিসপ্লে যাতে আছে কর্নিং গরিলা গ্লাস ৫ এর সুরক্ষা। ফোনটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ৮.১ ওরিও এবং তাদের নিজস্ব কালার ওএস ৫.২ এ চলবে।
চিপসেট হিসেবে এতে ব্যবহার করেছে স্ম্যাপড্রাগন ৬৬০ এ আই ই চিপসেট যাতে ২.০ গিগাহার্জ এর অক্টাকোর প্রসেসর থাকছে ও গ্রাফিক্স প্রসেসিং ইউনিট অর্থাৎ জিপিইউ ব্যবহার করা হয়েছে এড্রিনো ৫১২। ৪ জিবি ও ৬ জিবি র্যামের দুটি ভার্সন এ পাওয়া যাবে ফোনটি।
পিছনে ১৬ মেগাপিক্সেল এর মেইন শুটার ক্যামেরা যার এপারচার ১.৭। সেকেন্ডারি হিসেবে ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সিং ক্যামেরা আছে। সেলফি তুলার জন্য থাকছে ২৫ মেগাপিক্সেল এর ফ্রন্ট ক্যামেরা। থাকছে মাইক্রো ইউএসবি পোর্ট এবং ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক পোর্ট।
অপ্পো তাদের এই ডিভাইসে দিয়েছে ৩৬০০ মিলি অ্যাম্পায়ার এর ব্যাটারী। কে১ এর ডিজাইন নিয়ে বলতে গেলে এই স্মার্টফোনটির সামনে পিছনে দুই দিকেই গ্লাস। স্মার্টফোনটি পাতলা এবং তুলনামূলক কম ওজনের হবে। ফোনটি পাওয়া যাবে আকর্ষনীয় রং কালো এবং লাল রং এ।
ডিভাইসটির ৪ জিবি র্যাম ভার্সনের মূল্য ভারতে ১৬৯৯০ রুপি। রুপি থেকে টাকায় পরিবর্তন করলে এর মূল্য দাঁড়ায় দেশে প্রায় ২০ হাজার টাকা। সবমিলিয়ে এই স্মার্টফোনটি কম দামে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং এমোলেড ডিসপ্লে নিয়ে ভালো বাজার পেতে পারে বলে মনে হচ্ছে যদি দেশে আসে। কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন আপনার মন্তব্য ওপ্পো কে ১ নিয়ে।
The post অন স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ মিড বাজেট ফোন অপ্পো কে ১ appeared first on ATC ToTo.
from ATC ToTo
via ifttt
No comments:
Post a Comment