গত বছর জেড-টি-ই নুবিয়া এক্স নামে ডুয়েল স্ক্রিন যুক্ত স্মার্টফোন এনে বেশ চমক দিয়ে ছিল জেডটিই নামক চাইনিজ ব্র্যান্ডের সাব-ব্র্যান্ড নুবিয়া। এই বছরের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের মধ্যেও ছোট খাটো এক চমক নিয়ে হাজির হয়েছে নুবিয়া যার নাম নুবিয়া আলফা।
মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে তারা উন্মোচন করলো “নুবিয়া আলফা” নামক হাতে পরিধানযোগ্য একটি স্মার্ট ডিভাইস। মূলত এটি একটি স্মার্টওয়াচ হলেও এর মধ্যে কিছুটা হলেও স্মার্টফোন চালানোর এক্সপেরিয়েন্স পাওয়া যাবে। কারন এর মধ্যে রয়েছে ৪ ইঞ্চির ফেক্সিবল ওলেড ডিসপ্লে। ৩৬:৯ এসপেক্ট রেশিও যুক্ত এই ডিভাইসের ডিসপ্লে রেজুলেশন হচ্ছে ৯৬০×১৯২। ছবির জন্য আছে ৫ মেগা পিক্সেল এর ক্যামেরা সেন্সর।
ডিভাইসটির মধ্যে থাকা ভয়েস এসিস্ট্যান্ট এর মাধ্যমে কন্ট্রোল করা যাবে ডিভাইসটিতে থাকা বিভিন্ন অ্যাপ্লিকেশন। টাইপির এর জন্য ফুল সাইজ কিবোর্ড না থাকলেও স্ক্রিনে থাকবে টি৯ কিপ্যাড। স্ন্যাপড্রাগন ওয়্যার ২১০০ চিপসেট যুক্ত এই ডিভাইসে থাকছে ১ জিবি র্যাম এবং ৮ জিবির ইন্টারর্নাল স্টোরেজ।
নুবিয়া আলফা এর থাকছে দুইটি ভেরিয়েন্ট। একটিতে ব্লুটুথ সিস্টেম সহ থাকবে সিম কার্ডের (ই-সিম) এর সুবিধা অপরটিতে থাকবে শুধু মাত্র ব্লুটুথ সিস্টেম যা আপনার ফোনের সাথে যুক্ত করে অপারেট করতে হবে।
শুধু মাত্র ব্লুটুথ যুক্ত ভার্সনটির দাম নির্ধারণ করা হয়েছে ৪৪৯ ইউরো যা বাংলাদেশী টাকায় দাঁড়ায় প্রায় ৪৩ হাজার। এই ভার্সনটি পাওয়া যাবে শুধু মাত্র কালো রং এ।
অপর দিকে সিম যুক্ত ভার্সনটির দাম হবে ৫৪৯ ইউরো সরাসরি টাকায় রুপান্তর করলে হয় প্রায় ৫৩ হাজার টাকা। এটিও পাওয়া যাবে কালো রং এ। তবে এই সিম যুক্ত নুবিয়া আলফা এর থাকছে একটি স্পেশাল ভার্সন যেখানে ১৮ ক্যারেট স্বর্ণের আবরন দেওয়া হয়েছে এই ডিভাইসটির উপর। এর মূল্য নির্ধারণ করা হয়েছে ৬৪৯ ইউরো। বাংলাদেশী টাকায় মাত্র ৬২ হাজার টাকা।
নুবিয়া আলফা এপ্রিল মাস থেকে ইউরোপের বিভিন্ন দেশে পাওয়া যাবে। বর্তমান পরিস্থিতিতে কেনার মতো ডিভাইস না হলেও মাঝে মাঝে এমন ব্যতিক্রম কিছু খুব মন্দ হয় না। কি বলেন?
The post হাতে পরিধান করা যাবে যে স্মার্টফোন! appeared first on ATC ToTo.
from ATC ToTo
via ifttt
No comments:
Post a Comment