গত ৫ই ফেব্রুয়ারি “বেইজিং শাওমি মোবাইল সফটওয়্যর কোম্পানি লিমিটেড” এর পক্ষ থেকে একটি ডিজাইন পেটেন্ট “ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রোপার্টি অর্গানাইজেশন” এর গ্লোবাল ডিজাইন ডাটাবেস এ প্রকাশিত হয়েছে ।
শাওমির উক্ত পেটেন্ট এর মধ্যে মোবাইলের ডিসপ্লের চার দিকে কার্ভ ডিসপ্লে ব্যবহার করে স্ক্রিন টু বডি রেশিও ১০০% করা হয়েছে।অর্থাৎ উপর নিচে কোন প্রকার বেজেল বা চিন থাকছে না ।
কিন্তু ফ্রন্ট ক্যামেরা কিভাবে ব্যবহার করা হবে তা এই পেটেন্ট এর মাধ্যমে জানানো হয়নি। তবে ধারণা করা হচ্ছে এই ডিজাইন যুক্ত মোবাইলে আন্ডার ডিসপ্লে ক্যামেরা সেন্সর ব্যবহার করা হতে পারে অথবা পাঞ্চ হোল ডিসপ্লে ব্যবহার করে ফ্রন্ট ক্যামেরা বসানো হতে পারে ।
কার্ভ এজ্ ডিসপ্লে ব্যবহারের মাধ্যমে স্যামসাং বহু আগে দুই পাশের বর্ডার সরিয়ে দিলেও এখন পর্যন্ত উপর নিচের বর্ডার সরাতে পারেনি । কিন্তু উন্নত প্রযুক্তির কল্যাণে ভবিষ্যতে অবশ্যই উপর নিচের বর্ডার সরে যাবে ।
সম্পূর্ণ বর্ডারলেস স্মার্টফোনকে উদ্দেশ্য করে গত বছর অর্থাৎ ২০১৮ এর এপ্রিল মাসে “ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রোপার্টি অর্গানাইজেশন” এর মধ্যে “স্যামসাং ডিসপ্লে কোম্পানি লিমিটেড” একটি সম্পূর্ণ বর্ডার লেস স্মার্টফোন এর পেটেন্ট ফাইল করার পর তা ২৯ নভেম্বর ২০১৮ এ প্রকাশিত হয়েছিল ।
অর্থাৎ বর্তমান সময়ে স্যামসাং এবং শাওমি উভয়ের কাছে সম্পূর্ণ বর্ডারলেস স্মার্টফোনের পেটেন্ট রয়েছে ।
কিন্তু কোন কোম্পানি সবার আগে ত্রুটিমুক্ত সম্পূর্ণ বর্ডারলেস স্মার্টফোন বাজারে নিয়ে আসে এই প্রশ্ন থেকেই যায়। আপনার কি মনে হয়? সবার আগে কে আগে আনতে পারে এই ডিজাইন?
The post স্যামসাং এরপর এবার শাওমির সম্পুর্ণ বর্ডারলেস মোবাইলের পেটেন্ট ! appeared first on ATC ToTo.
from ATC ToTo
via ifttt
No comments:
Post a Comment