লোয়ার মিড রেঞ্জে কোম্পানিগুলো একের পর এক চমক দিয়েই যাচ্ছে। ট্রান্সিয়ন হোল্ডিংস নামক কোম্পানির জনপ্রিয় দুটি ব্র্যান্ড হলো ইনফিনিক্স ও টেকনো। এর মাঝে টেকনো এর ফোনগুলো মূলত ক্যামেরার উপর গুরুত্ব দিয়ে তৈরী করা। তাই বাংলাদেশেও টেকনো ব্র্যান্ডটি বেশ পরিচিতি পেয়েছে। সম্প্রতি টেকনো তাদের ক্যামন সিরিজের নতুন ফোন টেকনো ক্যামন i4 লঞ্চ করেছে বাংলাদেশের বাজারে।
ফোনটি যথারীতি এর ক্যামেরা সেকশনে চমক নিয়ে এসেছে। অন্য সব কোম্পানির সাথে পাল্লা দিতে টেকনো ও ফোনটিতে ব্যবহার করেছে ট্রিপল রিয়ার ক্যামেরা। রিয়ার ক্যামেরার প্রথমটি হলো ১৩ মেগাপিক্সেলের মেইন সেন্সর যা লো লাইট ফটোর জন্য বিশেষভাবে খাপ খাওয়ানো। এর সাথে ৮ মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ও ২ মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সিং সেন্সর রয়েছে। অন্যদিকে এর সেলফি ক্যামেরা হিসেবে পাচ্ছেন একটি ১৬ মেগাপিক্সেলের সেন্সর যার সাথে আবার ফ্ল্যাশও আছে।
৬.২ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে যুক্ত ফোনটির ব্রেইন হিসেবে আছে মিডিয়াটেক এর হেলিও পি২২ চিপসেট। ফুলভিউ ডিসপ্লের ফোনটিতে হালের ট্রেন্ড ওয়াটার ড্রপ নচ থাকছে। ৩ জিবি ও ৪ জিবি র্যাম এর সাথে স্টোরেজ পাওয়া যাবে সর্বোচ্চ ৬৪ জিবি পর্যন্ত। স্টোরেজ মাইক্রো এসডি কার্ড এর মাধ্যমে ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেইস আনলক,ব্লুটুথ ৫.০, ওয়াইফাই, ফোরজি সহ সব ধরনের ফিচারই থাকছে এতে। চার্জিং ও ডেটা ট্রান্সফার এর জন্য মাইক্রো ইউএসবি পোর্ট এবং ৩.৫ মিলিমিটার হেডফোন পোর্টও আছে। ফোনটিকে পাওয়ার দেয়ার জন্য আছে ৩৫০০ মিলি এম্পিয়ারের Teএকটি সেল।
এন্ড্রয়েড ৯.০ পাই ভিত্তিক টেকনোর নিজস্ব হাইওএস চালিত ফোনটির ৩+৩২ গিগাবাইট স্টোরেজ ভ্যারিয়েন্ট এর বাজারদর ধরা হয়েছে ১২ হাজার নয়শত নব্বই টাকা। অন্যদিকে ৪+৬৪ গিগাবাইট স্টোরেজ ভ্যারিয়েন্টটি পাওয়া যাবে ১৭ হাজার নয়শত নব্বই টাকায়।
The post টেকনো নিয়ে এলো এআই ট্রিপল ক্যামেরা ফোন ক্যামন i4 appeared first on ATC ToTo.
from ATC ToTo
via ifttt
No comments:
Post a Comment