গতবছরেই বাজারে ঢুকে ব্যাপক সাড়া ফেলে দিয়েছিলো অপ্পো মোবাইলের সাব-ব্র্যান্ড রিয়েলমি। কম দামে ডিসেন্ট স্পেক এবং তার সাথে চোখ ধাঁধানো ডিজাইনে অল্পদিনেই বাজারে জায়গা করে নিয়েছে তারা। সেই ধারাকে অব্যাহত রাখতেই এবার তারা বাজারে আনছে ৪৮ মেগাপিক্সেল ক্যামেরাযুক্ত ফোন।
রিয়েলমি ইন্ডিয়ার সিইও এর একটি ইন্টারভিউ থেকে জানা যায় তারা রিয়েলমি ৩ এর পাশাপাশি আরেকটি ডিভাইস এর ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছেন যাতে আছে ৪৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং সেই মডেলটি খুব সম্ভবত হতে যাচ্ছে রিয়েলমি ৩ প্রো। তবে ফোনদুটির বিস্তারিত স্পেক সম্পর্কে কোন তথ্য পাওয়া যায়নি।
যদিও এরাই প্রথম নয়,কয়েকদিন আগেই রেডমি রিলিজ করেছে তাদের নতুন ফোন রেডমি নোট ৭। ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর থাকছে সেই ফোনে। তারপর থেকেই স্মার্টফোন ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা দেখা যাচ্ছে এই ৪৮ মেগাপিক্সেল ক্যামেরার ব্যাপারটি নিয়ে।
আপনি কি মনে করেন রিয়েলমির ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা ফোনটি কি পারবে টক্কর দিতে রেডমি নোট ৭ কে? জানাতে ভুলবেন না নিচের কমেন্ট বক্সে এবং শেয়ার করে নিউজটি জানিয়ে দিন আপনার বন্ধুদের।
The post এবার ৪৮ মেগাপিক্সেল ক্যামেরার ফোন আনছে রিয়েলমি appeared first on ATC ToTo.
from ATC ToTo
via ifttt
No comments:
Post a Comment