বর্তমানে ডার্ক মোড একটি ট্রেন্ডিং ফিচার! ইউটিউব, টুইটার, টেলিগ্রাম সহ অনেক সোশ্যাল মিডিয়া/বিভিন্ন অ্যাপে ডার্ক মোড ফিচারটি ব্যাবহার করে হচ্ছে। ফেইসবুক তাদের মেসেজিং সেবা মেসেঞ্জার অ্যাপ রিডিজাইন করার পর থেকে ডার্ক মোড চালু করার জন্য কাজ করে যাচ্ছিলো। ডার্ক মোড আসার গুঞ্জন প্রায় কয়েকদিন ধরেই শোনা যাচ্ছে কিন্তু এখনো তা অফিশিয়ালি রিলিজ করা হয়নি। কিন্তু মাত্র একটা
কমান্ড লাইন ব্যবহার করেই আপনি ফেইসবুক মেসেঞ্জার এ ডার্ক মোড ফিচারটি চালু করতে পারবেন। প্রথমেই বলে নিচ্ছি এই পদ্ধতিটি শুধুমাত্র এন্ড্রয়েড সুপার-ইউজার বা রুটেড ইউজারদের জন্য।
প্রথম ধাপ-
ডার্ক মোড ফিচারটি এনেবল করার জন্য অবশ্যই আপনার ফোনে লেটেস্ট ‘Messenger Beta v198.0.0.3.99′ ভার্সনটি ইন্সটল থাকতে হবে। যেটা ডাউনলোড করতে পারেন এখান থেকে।
এরপর প্লে স্টোর থেকে ‘Terminal Emulator’ অ্যাপটি ডাউনলোড করে ইন্সটল করুন সাইজ মাত্র ২৮৭ কেবি।
দ্বিতীয় ধাপ-
ইন্সটল করে ওপেন করুন এরপর কমান্ড ‘Su’ লিখে এন্টার করুন। এবার রুট পার্মিশন চাইবে তা গ্র্যান্ট করুন।
এখন am start -n “com.facebook.orca/com.facebook.abtest.gkprefs.GkSettingsListActivity”
এই পুরো লাইনের কমান্ডটি হুবুহু কপি করে পেস্ট করুন, নতুন একটি সিক্রেট মেসেঞ্জার ফ্ল্যাগ মেন্যু খুলবে। স্ক্রিনটিতে ‘Search Gatekeepers’ লেখা যায়গাটিতে ক্লিক করুন এরপর একটি টাইপিং এর পপআপ পাবেন সেখানে শুধুমাত্র ‘dark’ লিখে ‘OK’ তে ক্লিক করুন। এবার নিচের মেনুগুলিতে ‘No’ এর যায়গায় ট্যাপ করে দুইটিতে ‘Yes’ করে দিন ব্যাস কাজ শেষ!
তৃতীয় ধাপ-
এখন ম্যাসেঞ্জার এবং ফেসবুক কে রিসেন্ট এপস থেকে ক্লোজ করে দিন। আবার মেসেঞ্জার ওপেন করে, প্রোফাইল পিক এর যায়গায় ট্যাপ করে একটু স্ক্রল করতেই বুম! ডার্ক মোড!
অরিজিনালি এই পদ্ধতিটি খুজে পাওয়া এবং সবার সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ এনাকে। কেমন লাগলো ট্রিক্সটি রিয়েক্ট দিয়ে জানাতে ভুলবেন না। ভালো লাগলে শেয়ার করে জানিয়ে দিতে পারেন আপনার সুপার ইউজার বন্ধুদের।
The post ফেইসবুক মেসেঞ্জার এ চালু করুন গোপন ডার্ক মোড (রুট) appeared first on ATC ToTo.
from ATC ToTo
via ifttt
No comments:
Post a Comment