গত বছর কোন এক ইন্টারভিউতে “স্যামসাং মোবাইল” এর প্রধান কার্যনির্বাহী “DJ Koh” বলেছিলেন ভারতের মতো মার্কেটকে উদ্দেশ্য করে বিশেষ পদক্ষেপ গ্রহণ করছে স্যামসাং।
সেই পদক্ষেপের ফল হিসেবে অনেকটা “ভ্যালু ফর মানি” বাক্যের সাথে মিল রেখে “M সিরিজ” এসেছে স্যামসাং এর পূর্ববর্তী “J এবং On সিরিজ” এর পরিবর্তে।
এম সিরিজ এর তিনটি মোবাইল Galaxy M10, Galaxy M20 এবং Galaxy M30 সর্বপ্রথম ভারতে আমাজন এক্সক্লুসিভ হিসেবে ২৮ জানুয়ারি উন্মোচিত করা হবে। পরবর্তী সময়ে এশিয়ার আরো কিছু দেশে এম সিরিজের মোবাইল গুলো বিক্রি শুরু করা হবে। স্যামসাং এর প্রথম মোবাইল হিসেবে এম সিরিজের ফোনগুলোতে থাকবে নচ যুক্ত ডিসপ্লে।
গ্যালাক্সি এম১০ এর ক্ষেত্রে প্রায় ছয় ইঞ্চি এইচডি রেজুলেশন (১৫০০×৭০০) এর আইপিএস ডিসপ্লে যুক্ত এই ডিভাইসে থাকবে ৩৪০০ মিলি এম্পায়ার ব্যাটারি। চিপসেট হিসেবে থাকবে এক্সিনোজ ৭৮৭০ । বলা বাহুল্য, এই একই চিপসেট তাদের গ্যালাক্সি জে৭ প্রো ফোনেও ব্যবহার করা হয়েছিল।
এর ডুয়েল ক্যামেরার মধ্যে মেইন ক্যামেরা হিসেবে থাকবে ১৩ মেগাপিক্সেল এর ক্যামেরা
ফ্রন্ট ক্যামেরায় থাকতে পারে ৫ মেগাপিক্সেল এর ক্যামেরা।
র্যাম/রম অপশন হিসেবে থাকতে পারে (৩/১৬) জিবি বা (৩/৩২) জিবি ।
Galaxy M10 এর সম্ভাব্য মূল্য $140 (≈ ৳১২ হাজার )
অপর দিকে স্যামসাং এর দ্বিতীয় মোবাইল হিসেবে ৫০০০ mAh ব্যাটারি নিয়ে আসবে Galaxy M20.
স্যামসাং এর বাজেট ফোন হিসেবে সর্বপ্রথম USB type-C যুক্ত ফাস্ট চার্জিং সিষ্টেম থাকবে Galaxy M20 এর মধ্যে ।
চিপসেট হিসেবে Exynos 7885 থাকবে Galaxy M20 এর মধ্যে ।
এই চিপসেট Galaxy A8/A8+ (2018) এর মধ্যে ব্যবহার করা হয়েছিল, যেখানে বাংলাদেশে Galaxy A8+ এর বর্তমান অফিসিয়াল মূল্য ৫৬ হাজার টাকা ।
M20 এর মধ্যে থাকবে FHD+ (২৩৪০×১০৮০) রেজুলেশন যুক্ত ৬.৩” ওয়াটার ড্রপ নচ যুক্ত IPS LCD ডিসপ্লে ।
আউট অফ দ্যা বক্স এন্ড্রয়েড ওরিও (৮.১) চালিত এই মোবাইলে খুব শিগগিরই ওয়ান Ui যুক্ত এন্ড্রয়েড পাই এর আপডেট আসবে ।
বাজেট রেঞ্জের সর্বপ্রথম মোবাইল হিসেবে Galaxy M20 এর মধ্যে থাকবে আল্টা ওয়াইড এঙ্গেল ক্যামেরা।
Galaxy M20 এর মধ্যে f/1.9 অ্যাপারচার যুক্ত ১৩ মেগাপিক্সেল এর মূল ক্যামেরার পাশাপাশি থাকবে f/২.২ অ্যাপারচার যুক্ত ৫ মেগা পিক্সেল এর আল্টা ওয়াইড এঙ্গেল ক্যামেরা ।
ফ্রন্টে থাকবে ৮ মেগা পিক্সেল ক্যামেরা
প্লাস্টিক বডি যুক্ত (৩/৩২)জিবি বা (৩/৬৪)জিবি র্যাম/রম যুক্ত Galaxy M20 এর সম্ভাব্য বাজার মুল্য $200 (≈ ৳১৭ হাজার ) হবে বলে ধারণা করা হচ্ছে ।
তিনটি মোবাইলের একমাত্র মোবাইল হিসেবে সুপার এমোলেড ডিসপ্লে যুক্ত থাকবে Galaxy M30 এর মধ্যে ।Galaxy M20 এর মতো ৫০০০ mAh ব্যাটারি যুক্ত এই মোবাইলে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা ।
The post আসছে স্যামসাং এর নচযুক্ত মোবাইল appeared first on ATC ToTo.
from ATC ToTo
via ifttt
No comments:
Post a Comment