বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় গেম পাবজি মোবাইল এ কিছুদিনের মধ্যেই আসবে ০.১০.৫ নতুন আপডেটটি। পাবজি মোবাইল এর নতুন আপডেটে প্রচুর পরিবর্তন আনবে বলে ধারনা করা হচ্ছে। যার মধ্যে উল্লেখ্যযোগ্য কিছু সম্ভাব্য পরিবর্তন জেনে নেওয়া যাক:
- এরাঙ্গেল এ কিছু স্থানে তুষারপাত দেখা যেতে পারে।
- এরাঙ্গেল ও মিরামারের আবহাওয়ার পরিবর্তন আসবে বলে মনে করা হচ্ছে।
- নতুন করে ডেথ ক্যাম এড করা হতে পারে। যার ফলে আপনাকে এনিমি কিভাবে, কোনদিক থেকে কোন অস্ত্র দিয়ে আপনাকে মেরেছে সবকিছুর রিপ্লে দেখতে পারবেন।
- যার জন্য পাবজি প্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছে, জম্বি মোড আসতে পারে যাকে খাটি বাংলায় জীবন্ত লাশ মোড ও বলা যেতে পারে। সেই সঙ্গে আসবে জম্বি ম্যাপ ও।
- জম্বি মোডে ৯৮টি জম্বির বিরুদ্ধে কয়েকজন করে দল বানিয়ে খেলা যাবে। আবার শোনা যাচ্ছে, শুধুমাত্র ওয়েটিং এরিয়ায় জম্বিরা দৌড়াদৌড়ি করবে। যাদেরকে আঘাত করা যাবে কিন্তু সম্পূর্ণভাবে মেরে ফেলা যাবে না।
- নতুন Mutant Rifle MK47 যোগ হতে পারে। এই অ্যাসল্ট রাইফেলটিতে থাকবে সিঙ্গেল ও বার্স্ট শ্যুটিং মোড। স্টক ম্যাগাজিন এ থাকবে ২০টি ৭.৬২ মিলিমিটার এর গুলি
- লেজার যুক্ত করা হতে পারে রাইফেল গুলোতে। এখন থেকে হেডশট হবে আরো জুস ভাবে।
- ভিকেন্ডি ম্যাপে নতুন অস্ত্র,নতুন স্যুট,স্নো বাইক,এরোরা নাইট মোড সহ আরো অনেক কিছু যোগ করা হবে।আর সেই সঙ্গে সঙ্গে ভিকেন্ডিতে লুট সামগ্রী ও তুলনামূলক বৃদ্ধি পাবে।
- প্রত্যেকবারের মত এবার ও নতুন নাচ মানে ইমোটস যোগ করা হবে।
- বাঙ্গালীর দৈনন্দিন জীবনে বহুল ব্যবহৃত যান অটোরিক্সা দেখা যাবে স্যানহক ম্যাপে,তবে পাবজির ভাষায় একে Tukshai বলা হয়।
এছাড়াও, রয়্যাল পাস সিজন ৫ যুক্ত করা হবে। তবে এই সিজনটিতে আগের সিজন গুলোর চাইতেও ভিন্নধর্মী কিছু পরিবর্তন আসার সম্ভাবনা প্রচুর। আগের তুলনায় প্রচুর নতুনত্ব নিয়ে আসবে পাবজি মোবাইলের এবারের আপডেটটি।
তবে নতুনত্বের সঙ্গে পাল্লা মিলিয়ে বাড়ছে ল্যাগ আর বিভিন্ন বাগ আর হ্যাকারদের যন্ত্রণা তো আছেই। আশা করি এবারের আপডেটে নতুনত্বের পাশাপাশি আগের বাগ গুলো ফিক্স করে ফেলবে টেনসেন্ট।
চোখ রাখুন আমাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেল এটিসি তে এবং সাবস্ক্রাইব করুন, নতুন নতুন স্মার্টফোনের রিভিউ ও খবর জানতে। ধন্যবাদ।
The post রিক্সা, জম্বি নিয়ে আসছে পাবজি মোবাইল এর নতুন আপডেট appeared first on ATC ToTo.
from ATC ToTo
via ifttt
No comments:
Post a Comment