আগামী ফেব্রুয়ারি মাসের শেষের দিকে বার্সেলোনাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে MWC ( Mobile World Congress ) 2019, উক্ত অনুষ্ঠানের উন্মুক্ত করা হতে পারে স্যামসাং এর স্মার্ট জুতা।
আগস্ট ২০১৮ তে স্যামসাং তাদের স্মার্ট জুতার পেটেন্ট Korean KIPO (Korean Intellectual Property Office) এর নিকট জমা দিয়েছিল। যা ২৭ ডিসেম্বর ২০১৮ অনুমোদন পেয়েছে।
তবে স্মার্ট জুতার সাথে স্যামসাং MWC 2016 তে প্রথম পরিচয় করিয়ে দিয়েছিল IOFIT এর মাধ্যমে। যা গলফ খেলোয়াড়দের উদ্দেশ্য করে তৈরি করা হয়েছিল ।
কিন্তু আপকামিং স্মার্ট জুতা তৈরি করে হবে দৌড়বিদদের উদ্দেশ্য করে, যা ব্যবহারের মাধ্যমে ব্যায়াম প্রিয় সাধারণ মানুষ থেকে শুরু করে দৌড়বিদরা তাদের ফিডব্যাক নিতে পারবে। ধারণা করা হচ্ছে, এই স্মার্ট জুতার মধ্যে GPS প্রযুক্তির ব্যবহার ও থাকতে পারে । যেখানে মোবাইলে নির্ধারিত গন্তব্য অনুযায়ী এই স্মার্ট জুতা ভাইব্রেশন এর মাধ্যমে ডান-বাম দিকের রাস্তায় যাওয়ার জন্য সংকেত পাঠাবে।
“স্যামসাং মোবাইল” এর পাশাপাশি এই স্মার্ট জুতা “স্যামসাং ওয়াচ” এর সাথে কাজ করবে বলেও জানা গেছে ।
অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, “স্যামসাং তাদের মোবাইলের ব্যাবসা রেখে জুতার ব্যবসা শুরু করলো কেন?”
এই প্রশ্নের উত্তর দিতে গেলে প্রথমেই বলতে হবে যে “স্যামসাং মোবাইল” মূলত “স্যামসাং” এর ছোট একটা অংশ মাত্র ।
আর স্মার্ট জুতার সাথে ” স্যামসাং মোবাইল” এর কোন সম্পর্ক নেই ।
স্যামসাং একটি মাল্টিন্যাশনাল কোম্পানি। উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী যার মোট আটটি বিভাগ রয়েছে ।
সেই আটটি বিভাগের দুই বিভাগ হচ্ছে “স্যামসাং ইলেকট্রনিক্স” এবং অপরটি “স্যামসাং C&T কর্পোরেশন”
এই “স্যামসাং ইলেকট্রনিক্স” এর আবার পাঁচটি অংশ রয়েছে । যার মধ্যে “স্যামসাং টেলি-কমিউনিকেশন্স” অংশ স্মার্টফোন তৈরি থাকে ।
অপরদিকে মূল স্যামসাং এর “ স্যামসাং C&T কর্পোরেশন” বিভাগের একটি অংশ হলো “স্যামসাং C&T ফ্যাশন ডিভিশন” যা IFA 2015 তে তাদের স্মার্ট পোষাক “The Humanfit” এর ডেমো প্রদর্শনের মাধ্যমে আত্মপ্রকাশ করে ।
মূলত স্যামসাং এর “স্যামসাং C&T ফ্যাশন ডিভিশন” নামক অংশটি “স্যামসাং ইলেকট্রনিক্স” এর সাহায্যে নিয়ে স্মার্ট জুতা তৈরি করেছে। আপনি কি ভাবছেন এই জুতা নিয়ে? শাওমি নাকি স্যামসাং কিনবেন? শেয়ার করতে পারেন আমাদের সাথে!
The post শাওমির পর এবার স্যামসাং এর স্মার্ট জুতা! appeared first on ATC ToTo.
from ATC ToTo
via ifttt
No comments:
Post a Comment