টেক জায়ান্ট আসুস দেশের বাজারে নিয়ে এসেছে তাদের দুইটি নতুন জিপিউ। এরা হলো এনভিডিয়ার ROG STRIX RTX 2080 O8G এবং এএমডির ROG STRIX RX590 8G। আসুসের বাংলাদেশী অফিসিয়াল ইম্পোরটার গ্লোবাল ব্রান্ডের অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে ROG STRIX RTX 2080 O8G এর দাম রাখা হয়েছে ৯৭,৫০০ টাকা এবং ROG STRIX RX590 8G এর দাম রাখা হয়েছে ৩৫,৫০০ টাকা। কার্ড দুটি গতকাল থেকেই দেশের বাজারে পাওয়া যাচ্ছে।
এনভিডিয়া গত বছরের শেষের দিকে রিলিজ করেছে তাদের পরবর্তী জেনারেশন RTX লাইনআপ। রিলিজের পর থেকেই পিসি ফ্রিকদের কাছে ব্যাপক সাড়া ফেলেছে এই সিরিজের কার্ডগুলো। ROG STRIX RTX 2080 O8G জিপিউটি বানানো হয়েছে তাদের পূর্ববর্তী GTX 1080 লাইনাপ কে রিপ্লেস করার জন্য। আসুসের এই জিপিউটিতে থাকছে তাদের স্ট্রিক্স সিরিজের চিরচেনা ট্রীপল ফ্যান ডিজাইন। পাওয়ার ইনপুটের জন্য আছে ২ টি ৮ পিনের কানেক্টর। কাস্টম পিসিবি হওয়ায় পাওয়া যাবে বেটার থার্মাল পারফর্মেন্স।
টিম রেড ফ্যানদের জন্যও গ্লোবাল-ব্রান্ড দেশে এনেছে আসুসের ROG STRIX RX 590 8G কার্ডটি। মিড বাজেটে এএমডির আরএক্স ৫৯০ এখন অনেকের পছন্দের শীর্ষে। এই জিপিউটিতেও থাকছে স্ট্রিক্স সিরিজের চিরচেনা ট্রীপল ফ্যান ডিজাইন আর বেটার কুলিং ফ্যাসিলিটি। জিপিউটিকে পাওয়ার দেবার জন্য আছে ৮ পিন কানেক্টর।
The post বাজারে আসুসের নতুন গ্রাফিক্স কার্ড appeared first on ATC ToTo.
from ATC ToTo
via ifttt
No comments:
Post a Comment