এ বছরের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস বা এম ডব্লিউ সি ইভেন্টে ঘোষণা হতে পারে সনি মোবাইলের লেটেস্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোন সনি এক্সপেরিয়া এক্সজেড ৪। বলাই বাহুল্য, বিগত ৬ মাস আগেই তারা তাদের ফ্ল্যাগশিপ ফোন এক্স জেড ৩ লঞ্চ করেছিলো।
আমাদের প্রাপ্ত লিকস অনুসারে এক্স জেড ৪ এ থাকছে ২১:৯ অ্যাস্পেক্ট রেশিও সমৃদ্ধ ৬.৫ ইঞ্চির ডিসপ্লে, যাকে পাওয়ারআপ করবে স্ন্যাপড্রাগন ৮৫৫, সাথে থাকবে ইউএসবি টাইপ-সি এবং ৩৯০০ এমএএইচ ব্যাটারী। তবে ৩.৫ মিলিমিটার ইয়ারফোন জ্যাক থাকবে কিনা সে ব্যাপারে এখনো তথ্য পাওয়া যায়নি। পিছনে থাকতে পারে ৩ টি রিয়ার ক্যামেরা। দাম হতে পারে আনুমানিক ৯০০ মার্কিন ডলার।
এরপর আসার সম্ভাবনা আছে মিড বাজেট এ এক্সপেরিয়া এক্সএ ৩ এবং এক্সএ ৩ আল্ট্রা যাতে থাকতে পারে স্ন্যাপড্রাগন ৬৬০, ৬জিবি র্যাম এবং ৬৪জিবি অনবোর্ড স্টোরেজ। সাথে ডিসপ্লে থাকছে ৫.৯ ইঞ্চি ফুলএইচডি রেজুলোশনের। তবে পক্ষান্তরে এক্সএ ৩ আল্ট্রাতে থাকছে একই রেজ্যুলেশনের ৬.৫ ইঞ্চির ডিসপ্লে। এদের মূল্য ধরা হতে পারে ৫০০ মার্কিন ডলারের আশেপাশে।
একই সাথে আসতে পারে এক্সপেরিয়া এল ৩ যা কিনা ধারণা করা যাচ্ছে যে ,একটি বাজেট সেগমেন্টের ফোন হতে যাচ্ছে। এতে থাকতে পারে স্ন্যাপড্রাগন ৬০০ সিরিজের কোনো চিপসেট, ৫.৭ ইঞ্চি ৭২০পি ডিসপ্লে, ১৩ এবং ৫ মেগাপিক্সেল এর ডুয়াল ক্যাম। এর দাম আনুমানিক ৩০০ ডলারের মতো হওয়ার কথা।
সমস্ত কিছুর খোলাসা হবে ২৫ ফেব্রুয়ারী এম ডব্লিউ সি ২০১৯ ইভেন্টে, চোখ রাখতে পারেন এম ডব্লিউ সি লাইভ স্ট্রিমিং-এ। আর ফোন লঞ্চ হওয়ার পর রিভিউ পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আসুন আমাদের ইউটিউব চ্যানেলে। তারসাথে সনি এক্সপেরিয়া ফ্যানরা জানাতে ভুলবেন না তাদের মতামত সম্ভাব্য এই ফোনগুলো নিয়ে।
The post আসছে সনির নতুন তিনটি স্মার্টফোন! appeared first on ATC ToTo.
from ATC ToTo
via ifttt
No comments:
Post a Comment