জনপ্রিয় মোবাইল গেম পাবজি মোবাইলে ০.১০.৫ এর আপডেট আসতে না আসতেই চলে এলো ০.১১ এর বেটা টেস্ট। বেটা টেস্ট থেকে ভবিষ্যৎ আপডেট এ কি থাকছে সেগুলো নিচে তুলে ধরা হল।
- ভিকেনডি ম্যাপে নাইট মোড অরোরা ইফেক্ট সহ।
- জোম্বি মোড- রেসিডেনশিয়াল ইভিল ২ গেমের সাথে মিলে পাবজি মোবাইল এই ইভেন্টটি আনতে যাচ্ছে। এই মোডের ম্যাপ অনেকটা মিনি ম্যাপের মতো। ফ্লাইট থেকে নামার পর আপনি লুট করবেন এবং মানুষ বা জোম্বি যা সামনে আসে সেটাই মারবেন। ৩-৪ ধরনের জোম্বি পাবেন। কিছু জোম্বি কাছে এসে আঘাত করে আবার কিছু মুখ থেকে বিষাক্ত রাসায়নিক পদার্থ ছুড়ে মারে। আরেক ধরনের জোম্বি আছে যার হাতে চাপাতি থাকে এবং মারা যাওয়ার সময় বোমার মত ফেটে যায়। ফেটে গিয়ে আশেপাশের মানুষকে সাথে নিয়ে মারা যায়।এছাড়াও একটা বসের মত জোম্বি আছে যার নাম টায়রেন্ট। বস জোম্বি মারার পর একটি সুপার ক্রেট পাওয়া যাবে এবং অন্যান্য জোম্বিগুলো মারলেও লুট পাওয়া যাবে তাদের থেকে। একটি টাইম লিমিট থাকবে এই মোডে এবং ২ রাত ও ১ দিন মিলিয়ে ফুল ম্যাচ হবে। এই মোড স্কোয়াডে খেলতে হবে।
এছাড়াও আরও কিছু জিনিস থাকছে যা মনে হয় শুধু জোম্বি মোডের জন্যই দেওয়া হবে। নিচে দেখে নিন কি কি থাকছে-
- কম্বেট নাইফ।
- ফ্লেমথ্রোয়ার।
- m134 (মেশিনগান)।
এছাড়া কিছু পরিবর্তন থাকতে পারে যা নিচে তুলে ধরা হয়েছে-
- ম্যাচে পুশ টু টক ফিচার এড করা হয়েছে।
- আরকেড এ স্যানহক ম্যাপ এড করা হয়েছে।
- পিসির মত নতুন সিস্টেম করা হয়েছে যে জোন থেকে যত বেশি দূরে থাকবে তত বেশি হেলথ কমবে।
- এছাড়াও আলাদা একটা ফিচার আসতে পারে যাতে নিজেদের মধ্যে ৪০০+ সিনারজি থাকলে দুজন মিলে বিশেষ কিছু একটা করা যাবে। তবে এই ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি।
যতদূর মনে হচ্ছে সামনের অথবা তার পরের সপ্তাহে এই আপডেট আমরা পেয়ে যাবো। দেরি না করে প্র্যাকটিস শুরু করে দিন মিনি ম্যাপে এবং নতুন আপডেট এ করুন উইনার উইনার চিকেন ডিনার। তারসাথে লেখাটি শেয়ার করে আপনার পাবজি মোবাইল পাগলা বন্ধুদের জানিয়ে দিতে ভুলবেন না।
The post পাবজি মোবাইল এর ০.১১ ভার্ষনে যা যা নতুন থাকছে appeared first on ATC ToTo.
from ATC ToTo
via ifttt
No comments:
Post a Comment