“এই মনে করেন থাকতে, খুশিতে… ঠ্যালায়, ঘোরতে”
ট্রলে ভেসে যাচ্ছে ফেসবুক। কিছুটা বিচিত্র লাগলেও এর পিছনে আছে করুণ এক ইতিহাস।
অনেকেই জানেন অথবা জানেন না। যারা জানেন না তাদের সাথেই শেয়ার করা যাক আমাদের দৃষ্টিভঙ্গি।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ভাইরাল হয় একটি ভিডিও, যেখানে দেখা যাচ্ছে-
“মাই টিভির একজন সাংবাদিক ভোট প্রদানের জন্য লাইনে দাঁড়িয়ে থাকা নারীদের দিকে এগিয়ে যান। যেখানে দেখা যায়- ভোট দেয়ার পরেও নারী ভোটাররা লাইনে দাঁড়িয়ে আছে!”
এই অবস্থায় তিনি কয়েকজন ভোটারকে জিজ্ঞেস করেন, কেন তারা ভোট দেয়ার পরেও এখানে দাঁড়িয়ে আছেন। তার মধ্যে একজন বয়স্কা ভোটার বলেন-
“এই মনে করেন থাকতে, খুশিতে… ঠ্যালায়, ঘোরতে ভাল্লাগে…তাই”
অনেকেই ভাবছে এই ভিডিও একাদশ জাতীয় নির্বাচনের সময় ধারণ করা হয়েছে, কিন্তু মূল ঘটনা ২০১৪ সালের দশম জাতীয় নির্বাচনের সময় ধারণ করা হয়েছিল।
তবে সালটা যতই হোক, এই ভিডিও আমাদের ভোট দেয়ার স্বাধীনতা কিংবা গণতন্ত্রের এক প্রতিচ্ছবি। আপনি ভাবতে পারেন কেন আমরা এই পোস্ট লিখেছি?
উত্তর হবে একটাই- “এই মনে করেন…”
The post এই মনে করেন…থাকতে, খুশিতে appeared first on ATC ToTo.
from ATC ToTo
via ifttt
No comments:
Post a Comment