টম ক্লান্সিস দা ডিভিশন এর সাকসেসর হিসেবে ইউবিসফট আগামী মার্চের ১৫ তারিখ রিলিজ করতে যাচ্ছে দা ডিভিশন ২। থার্ড-পার্সন শুটার গেম হিসেবে গতবার ভালোই সেল পেয়েছিলো দা ডিভিশন কিন্তু কয়েক মাসের মধ্যেই বিভিন্ন বাগ এবং গ্লিচের কারণে প্লেয়ার হারায় গেমটি। কিন্তু দেখা যাক এবার ইউবিসফট কি দেখায় তাদের দা ডিভিশন ২ তে।
কিন্তু অনেকের জন্যই আশাহতের কারণ হতে পারে একটি বিষয় এবং সেটি হলো গেমটি রিলিজ পাচ্ছে না স্টিমে। ইউবিসফট এনাউন্স করেছে তাদের এই গেমটি এপিক গেমস স্টোর এবং তাদের নিজস্ব ইউপ্লে (UPlay) প্লাটফর্মে এক্সক্লুসিভ থাকবে। হতে পারে এটা এপিক গেমস স্টোরের নতুন চেষ্টা ভাল্ভ এর স্টিমকে একটু হলেও পিছনে ফেলার। কিন্তু এখনো জানা যায় নি যে এই এক্সক্লুসিভ ডিলটা পারমানেন্ট নাকি কিছু সময়ের জন্য।
তবুও দেখা যাক, গেমটা কেমন সাড়া ফেলে গেমারদের কাছে। পরবর্তী আপডেটের জন্য এটিসির সাথেই থাকুন। ধন্যবাদ।
The post The Division 2 আসতে যাচ্ছে এপিক গেমস স্টোর এবং ইউপ্লে তে appeared first on ATC ToTo.
from ATC ToTo
via ifttt
No comments:
Post a Comment