প্রতিনিয়ত নতুন নতুন ডিভাইস নিয়ে আসছে স্মার্টফোন কোম্পানি গুলো। তবে এ দিক থেকে মটোরোলা অনেকটা পিছিয়ে থাকলেও কিছুদিন আগেই তাদের নতুন ডিভাইসের কিছু স্পেসিফিকেশন লিক হয়।
তারই ধারাবাহিকতায় মটোরোলার ব্রাজিলের অফিসিয়াল ওয়েবসাইটে তাদের জি৭ লাইনআপের ডিভাইসগুলোর স্পেসিফিকেশন ও ছবি লিক হয়। তারা সঙ্গে সঙ্গে পেইজ টি ডাউন করে দিলেও CNET স্ক্রিনশট বা ছবি তুলতে একমূহুর্ত দেরি করে নি। উল্লেখ্য যে, মটোরোলার জি সিরিজ তাদের মিড বাজেট স্মার্টফোন সিরিজ। চলুন দেখে নেওয়া যাক জি৭ টাইটেল বহনকারী একাধিক স্মার্টফোন গুলো কেমন হতে যাচ্ছে-
জি৭ এর ৪টি ভ্যারিয়্যান্ট থাকবে। যার প্রত্যেকটিতেই থাকবে নচযুক্ত ডিসপ্লে। ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক পোর্ট এবং স্টক ভ্যানিলা এন্ড্রয়েড পাই আপডেট নিয়েই ডিভাইস গুলো রিলিজ হবে বলে আশা করা যাচ্ছে।
জি৭, জি৭ পাওয়ার, জি৭ প্লে এই ডিভাইস ৩টিতে স্ন্যাপড্রাগন ৬৩২, অপরদিকে জি৭ প্লাস এ ব্যবহৃত হবে স্ন্যাপড্রাগন ৬৩৬ চিপসেেট। জি৭ এর ডিসপ্লে ৬.২ ইঞ্চের ফুলএইচডি+ রেজুলেশনের এবং ব্যাটারি থাকছে ৩০০০ মিলি এম্পায়ার এর। এদিকে জি৭ পাওয়ার এ বিশাল ৫০০০ মিলি এম্পায়ার ব্যাটারি থাকলেও থাকছে কেবল এইচডি+ রেজুলেশনের ডিসপ্লে। জানা গিয়েছে জি৭ প্লে ফোনেও থাকছে এইচডি+ রেজুলেশনের ডিসপ্লে।
এই ৪টি ডিভাইসের মধ্যে সবচেয়ে ভালো ক্যামেরা জি৭ প্লাসেই থাকবে। জি৭ প্লাস ডিভাইসটিতে ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, পেছনে থাকবে দুটি ক্যামেরা যা যথাক্রমে ১৬ ও ৫ মেগাপিক্সেলের। বাদবাকি জি৭, জি৭ প্লে এবং জি৭ পাওয়ার এ পেছনের ক্যামেরা পাচ্ছেন ১২ এবং ৫ মেগাপিক্সেল এর।
এত এত ডিভাইসের ভিড়ে উড়ে এসে জুড়ে বসতে চাইলে প্রাইসিং এর দিকে খেয়াল রেখে লঞ্চ করতে হবে মটোরোলাকে। তবে এখন পর্যন্ত এদের বাজার মুল্যের ব্যাপারে কোনো তথ্য জানা যায়নি। আগামী ৭ ফেব্রুয়ারি অফিসিয়ালি উন্মোচিত হতে পারে এই ডিভাইসগুলো।
কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন লেগেছে মটোরোলার এই নতুন ডিভাইসগুলো। শেয়ার করে জানিয়ে দিতে পারেন আপনার মটোরোলা লাভার বন্ধুদের।
The post মটোরোলার নতুন ফোনের তথ্যফাঁস appeared first on ATC ToTo.
from ATC ToTo
via ifttt
No comments:
Post a Comment