সাম্প্রতিক সময়ে ক্যামেরার ক্ষেত্রে স্মার্টফোন এর ব্যাপক বিবর্তন চোখে পড়ে। স্মার্টফোনের সামনে কিংবা পেছনে সর্বোচ্চ ৩টি ক্যামেরা পর্যন্ত আমরা দেখেছি। আর ডুয়াল ক্যামেরা তো এখন এন্ট্রি লেভেলের ফোনেও থাকে। গত কয়েক মাস ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল যে নকিয়া নাকি পাঁচ ক্যামেরা ওয়ালা স্মার্টফোন আনতে যাচ্ছে। বেশ কিছু লিক হওয়া ছবি, এমনকি তাদের অফিশিয়াল ইভেন্ট টিজার থেকে এখন মোটামুটি নিশ্চিত যে ফেব্রুয়ারির ২৪ তারিখেই তারা নকিয়ার পেন্টা বা পাঁচটি ক্যামেরাযুক্ত স্মার্টফোন উন্মুক্ত করতে যাচ্ছে।
তবে নতুন খবর হলো, ধারণা করা হচ্ছে নকিয়ার পর এবার শাওমি ও তাদের পেন্টা ক্যামেরা স্মার্টফোন নিয়ে কাজ করছে। সম্প্রতি শাওমির প্রোডাক্ট ডিরেক্টর ওয়াং ট্যাং থমাস তার উইবো (টুইটারের মতো একটি সোশ্যাল নেটওয়ার্কিং সাইট) একাউন্টে শাওমির কয়েকটি ফোনের একটি ছবি প্রকাশ করেন। আর ছবিটির নিচের দিকে “SHOT ON MI AI PENTA CAM” লেখা ওয়াটারমার্ক ছিল। অনেকটা শাওমির ডুয়াল ক্যামেরা ফোনের ওয়াটারমার্কের মতো। তার মানে ধারণা করা হচ্ছে ঐ ছবিটি যে ফোন দিয়ে তোলা হয়েছিল তা খুব সম্ভবত ডেভেলপমেন্টরত অবস্থায় থাকা শাওমির নতুন কোন ফোন যাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক পাঁচটি ক্যামেরা সেন্সর থাকবে।
যদিও পোস্ট করার কিছুক্ষন পরেই ঐ শাওমি এক্সিকিউটিভ ছবিটি ডিলিট করে দেন। সম্ভবত তিনি ভুল করে এটা পোস্ট করে ফেলেছিলেন অথবা টিজার হিসেবে ইচ্ছাকৃতভাবেই পোস্ট করেছিলেন। তবে যাই হোক ২০১৯ সাল যে “অনেক অনেক ক্যামেরার বছর” হতে যাচ্ছে সেটা নিশ্চিতভাবেই বলা যায়।
পেন্টা ক্যামেরার বিভিন্ন সেন্সর মূলত বিভিন্ন অ্যাপার্চার এবং ফোকাল লেংথে ছবি তুলতে সাহায্য করবে এবং ছবিকে করবে আরো ঝকঝকে ও পরিষ্কার।
কমেন্ট বক্সে জানান আপনাদের কি মনে হচ্ছে। টেক জগতের সবধরনের খবর পেতে এটিসির সাথেই থাকুন।
The post নকিয়ার পর কি এবার শাওমিরও পাঁচ ক্যামেরাযুক্ত স্মার্টফোন? appeared first on ATC ToTo.
from ATC ToTo
via ifttt
No comments:
Post a Comment