বার্সেলোনার মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসকে মোবাইল ইনোভেশন প্রদর্শনীর সবচেয়ে বড় ইভেন্ট বলা যায়। বাঘা বাঘা কোম্পানি তাদের ফ্ল্যাগশিপ ডিভাইস কিংবা অভূতপূর্ব উদ্ভাবনগুলো উন্মোচন করে থাকে এই ইভেন্টে। এরই ধারাবাহিকতায় হুয়াওয়ে খুব সম্ভবত তাদের প্রথম ফোল্ডেবল ৫জি স্মার্টফোন উন্মোচন করতে যাচ্ছে এই ইভেন্টে।
পহেলা ফেব্রুয়ারী চাইনিজ এই টেক জায়ান্টটি তাদের টুইটার একাউন্ট থেকে একটি টুইট করে। টুইটটি মূলত ফেব্রুয়ারীর ২৪ তারিখে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে তাদের নিজেদের কিনোট স্পিচ এর ইনভাইটেশন ছিল। এর সাথে যুক্ত ছবিটিতে ফোল্ডেবল স্মার্টফোন এর একটি অংশ দেখা যাচ্ছে। এটা থেকে মোটামুটি ধারনা করাই যাচ্ছে যে ২৪ তারিখেই তারা তাদের ফোল্ডেবল স্মার্টফোন অবমুক্ত করতে যাচ্ছে।
Come with us to explore #ConnectingTheFuture LIVE from #MWC @GSMA. Are you ready to reveal the unprecedented? #HuaweiMWC #MWC2019 pic.twitter.com/ErPD7eKMh1
— Huawei Mobile (@HuaweiMobile) February 1, 2019
অবশ্য অন্য একটি টুইটে তারা ৫জি ফোল্ডেবল স্মার্টফোন আসার ব্যাপারে কিছুটা ইঙ্গিত দিয়েছে। ২০১৯ সালে প্রায় সব কোম্পানিই তাদের ফ্ল্যাগশিপগুলো ৫জি সুবিধা যুক্ত করে আনবে সেটা মোটামুটি নিশ্চিতভাবেই বলা যায়।
তবে ফোল্ডেবল ফোন নিয়ে হুয়াওয়েই প্রথম নয়! গত বছরের শেষ দিকে প্রথম ফোল্ডেবল ডিসপ্লের ফোন নিয়ে এসেছিল রয়োলে নামক প্রতিষ্ঠান। তাদের ফ্লেক্সপাই নামক ডিভাইসটি পারফেক্ট না হলেও প্রথম ফোল্ডেবল ডিসপ্লের স্মার্টফোন হিসেবে আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল। তবে ফ্লেক্সপাই ছিল মূলত স্মার্টফোন ও ট্যাবলেট এর হাইব্রিড। এছাড়া ধারনা করা যাচ্ছে সামনের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে স্যামসাং ও তাদের ফ্লেক্সিবল ডিসপ্লের গ্যালাক্সি এফ অবমুক্ত করবে। এছাড়া মটোরোলা ও এলজি ও নিজেদের ফোল্ডেবল ডিসপ্লে প্রযুক্তি নিয়ে কাজ করে যাচ্ছে। যে কোন সময় হয়তো অপো কিংবা শাওমিও তাদের ফোল্ডেবল ডিভাইস নিয়ে চমক দেখিয়ে দিবে।
২০১৮ সাল ছিল ফুলভিউ ডিসপ্লে আর নচ এর বছর। তবে কি ২০১৯, ফ্লেক্সিবল ডিভাইসের বছর হতে যাচ্ছে? সেটা হয়তো সময়ই বলে দিবে। তবে ফোল্ডেবল ডিভাইস আপনার কি মতামত? জানাতে পারেন কমেন্ট বক্সে।
The post হুয়াওয়ে আনতে যাচ্ছে পঞ্চম প্রজন্মের ফোল্ডেবল ডিভাইস appeared first on ATC ToTo.
from ATC ToTo
via ifttt
No comments:
Post a Comment