কিছুদিন আগেও বাজারে লো-মিড রেঞ্জ ফোনের কথা জিজ্ঞেস করলেই সবাই হাক দিত: “শাওমি শাওমি”। কিন্তু এরকম একচেটিয়া ব্যবসা কি অন্যান্য ব্র্যান্ড মেনে নেবে? অবশ্যই না। বছর খানেক আগে অপ্পো যেমন রিয়েলমি নিয়ে এসেছিল, আসুস এনেছিল ম্যাক্স সিরিজ এবং তারই ধারাবাহিকতায় এবার স্যামসাং এনেছে এম সিরিজ।
গত ২৮ই জানুয়ারি স্যামসাং তাদের লো রেঞ্জের ডিভাইস সিরিজ ‘এম’ রিলিজ করে এবং বাজারে আসার আগেই তা যথেষ্ট হাইপ তৈরি করে ফেলে। ইন্ডিয়ার বাজারে এম১০ এবং এম২০ এর চাহিদা ব্যাপক।
এম১০ এ রয়েছে এক্সিনোস ৭৮৭০ অক্টা কোর প্রসেসর, ৬.২২” ইনফিনিটি-ভি ডিসপ্লে, ২/৩ জিবি র্যাম, ১৬/৩২ জিবি স্টোরেজ। থাকছে ডেডিকেটেড মাইক্রো ইউএসবি স্লট, ১৩ ও ৫ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা, ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ডিভাইসটির ব্যাটারি ক্যাপাসিটি ৩৪০০ এমএএইচ।
এম২০, যা এম১০ এর কিছুটা আপগ্রেডেড এডিশন, এতে রয়েছে এক্সিনোস ৭৯০৪ অক্টা কোর প্রসেসর, ৬.৩” ইনফিনিটি-ভি ডিস্প্লে, ৩/৪ জিবি র্যাম, ৩২/৬৪ জিবি স্টোরেজ। থাকছে ডেডিকেটেড মাইক্রো ইউএসবি স্লট, ১৩ ও ৫ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা, ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ডিভাইসটির ব্যাটারি ক্যাপাসিটি ৫০০০ এমএএইচ।
বাংলাদেশে প্রাথমিকভাবে ‘এম’ সিরিজের এম১০ ডিভাইসটির ২/১৬ ভার্সনটি পাওয়া যাবে ১২ তারিখ সকাল ১১টা থেকে পিকাবু ডট কম এ পাওয়া যাচ্ছে। প্রাথমিকভাবে এর দাম ধরা হয়েছে ১১৯৯৯ টাকা। তবে স্পেশাল ডিল এ আপনারা ফোনটি পাচ্ছেন।
পিকাবু থেকে স্যামসাং গ্যালাক্সি এম১০ কিনতে লিংকটি ফলো করুনঃ http://bit.ly/GalaxyM10
আকর্ষণীয় সব স্মার্টফোন কিংবা গ্যাজেটস এর রিভিউ দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল।
The post স্যামসাং গ্যালাক্সি এম১০ এখন বাংলাদেশে! appeared first on ATC ToTo.
from ATC ToTo
via ifttt
No comments:
Post a Comment