কয়েকদিন আগে আমাদের ATC Official Group ও Android ToTo Company পেজে পোস্ট করে জানতে চাওয়া হয়েছিলো ৫০ হাজারের আশেপাশের ল্যাপটপে কি কি কনফিগ আশা করেন। উত্তরে আপনাদের অনেকেই লজিক্যাল উত্তর দিয়েছেন আবার অনেকেই ডিমান্ড করেছেন আকাশছোঁয়া। তাই আগে সবাইকে ক্লিয়ার করি ৫০ থেকে ৬০ হাজার টাকা বাজেটের ল্যাপটপে কি কি কনফিগ পেতে পারেন। আপনাদের সুবিধার্থে এই কনফিগ কে দুই ভাগে ভাগ করি।
৫০ হাজার থেকে ৫৫ হাজারঃ
এই বাজেটের ল্যাপটপে আপনি পেতে পারেন ইন্টেলের core i5 8th gen প্রসেসর তার সাথে ৪ থেকে ৮ জিবি র্যাম, মোটামুটি সুন্দর ডিজাইন এবং বেটার বিল্ড কোয়ালিটি। এই বাজেটে আপনি ডেডিকেটেড জিপিউ এর আশা করতেই পারেন। বাজারে এই রেঞ্জের প্রায় সব ল্যাপটপেই দেয়া থাকে ২ জিবি ডেডিকেটেড জিপিউ। স্টোরেজ হিসেবে ১ টেরাবাইটের হার্ডড্রাইভ সাথে একটি m.2 এসএসডি স্লট। তবে স্লট টা আশা করা এখন সময়ের দাবী।
৫৫ হাজার থেকে ৬০ হাজারঃ
৫৫ থেকে ৬০ হাজার বাজেটে প্রসেসর হিসেবে আপনি পাচ্ছেন ৮ম জেনারেশন এর ইন্টেলের কোর আই ৫ অথবা এএমডির রাইজেন ৫। র্যাম হিসেবে ৮ জিবি পাওয়াটা একটা দাবী এই বাজেটে বলতে গেলে। সাথে আরেকটি ফাকা স্লট দেয় অধিকাংশ ম্যানুফ্যাকচারার যাতে আপনি একে আপগ্রেড করে নিতে পারেন। ডিসপ্লে হিসেবে পাচ্ছেন ১৫.৬ ইঞ্চির এফএইচডি বা আইপিএস প্যানেল। তবে পাচ্ছেন না কোন টাচ সুবিধা। এই রেঞ্জের প্রাই সবাই অফার করছে এনভিডিয়ার এমএক্স ১৩০ বা ১৫০ বা এএমডির রেডিয়ন ৫৪০ এর ২জিবি ভ্যারিয়েন্ট। স্টোরেজে পাচ্ছেন ১ টেরাবাইটের হার্ড ড্রাইভ সাথে একটি m.2 এসেসডি স্লট।
আশাকরি আপনাদের বুঝাতে পেরেছি এই বাজেটে আপনার চাহিদার লিমিট। এবার কথা বলি কিছু প্রতিযোগীদের নিয়ে যারা এই দুই বাজেট রেঞ্জে বাজার কাঁপাচ্ছে। তাদের ডিটেইল কনফিগ নিয়ে বক বক করবো না, কেননা এতক্ষণ আপনাদের জানা হয়ে গেছে আপনি কি কি পাচ্ছেন আপনার সাধের টাকায়।
বাজেট যখন ৫০ হাজার থেকে ৫৫ হাজারঃ
Lenovo Ideapad 320: লেনোভোর এই ল্যাপটপটিকে আমি এই বাজেটে সব থেকে এগিয়ে রাখবো। কেননা আপনি এতে পাচ্ছেন ৮ জিবি ডিডিআর ৪ র্যাম যা এই বাজেটের অন্য ল্যাপটপগুলোতে দেখাও যায় না। ডিজাইন বিল্ড কোয়ালিটি নিয়ে আমার কোন অভিযোগ নেই। তবে সব থেকে বড় অভিযোগ হলো এতে কোন m.2 স্লট না থাকাটা। ২০১৮ এর শেষে কোয়ার্যতেরে বাজারে আসলেও এতে মিসিং m.2 স্লট। আমার মতে ডিভিডি ড্রাইভ টা বাদ দিয়ে যদি m.2 স্লট দিতো তাহলে একে আমি বাজেট বেস্ট বলতাম। বাজারে পাওয়া যাচ্ছে ৫৩ হাজারের আশে পাশে।
ASUS S530uf : বাজেট যদি ৫০ হাজারের নিচে হয় আর আপনার চাই দেখতে স্টাইলিস সাথে ফিউচার আপগ্রেডিং ফিচার তাহলে আপনার জন্য আসুসের S530uf মডেলটি। দেখতে স্লীম এবং প্রিমিয়াম সাথে ন্যারো বেজেল। একটু ডাউনগ্রেডে এসে থাকছে কোর আই ৩ প্রসেসর তার সাথে ৪ জিবি র্যাম ও আরেকটি ফাকা স্লট। লুক দেখে প্রেমে পড়তে বাধ্য আপনি। এক্সট্রা ফিচার হিসেবে আছে ফিংগারপ্রিন্ট স্ক্যানার,ব্যাকলিট কীবোর্ড। দেয়া আছে m.2 স্লট যাতে আপনি একটি এসএসডি লাগিয়ে ঊড়তে পারেন আকাশে। এই ল্যাপটপের অন্যতম আরেক ফিচার হলো এর “আরগোলিফট হিঞ্জ” খোলার সমর এটি ৩.৫ ডিগ্রী উপরে উঠে যা সাহায্য করবে আপনার কুলিং এ। বাজারে পাওয়া যাচ্ছে ৫০ হাজারের আশেপাশে।
HP 15-DA0021TX : বাজেট ৫০ হাজার বা তার খানিকটা নিচে তাদের জন্য এটি বেস্ট চয়েস বলা চলে। থাকছে ডেডিকেটেড জিপিউ আর সাথে কোর আই ৫ এর ৮ম জেনারেশন। লুক টা তেমন ভালো না লাগলেও ভালোই পারফমেন্স পাবেন আপনার বাজেট অনুসারে। পাওয়া যাচ্ছে ৫০ হাজারের কাছাকাছিতে।
Asus X507UF: এই বাজেটে আসুস এর অন্যতম সেরা ল্যাপটপ। সুন্দর ডিজাইন আর তার সাথে অভারওল পারফমেন্স একে রেখেছ বাজারে অন্যতম প্রতিদ্বন্দ্বী হিসেবে। তবে খারাপ লেগেছে ৮ জিবি র্যাম না দেয়া টা।পাওয়া যাচ্ছে ৫১ হাজারের আশেপাশে।
এই ছিলো ৫০ হাজার বা তার আশে পাশের কিছু পছন্দের ল্যাপটপ। এছাড়াও আপনি চাইলে HP PROBOOK 440 G5,Asus X542UF,HP PAVILION 15-cu0011TX,Dell Inspiron 14-3476 এই মডেলগুলো দেখতে পারেন। এদের কোন বিস্তর আলচোনা করলাম না কেননা কোন নতুন ফিচার পাওয়া যায়নি।
এবার আসি ৫৫ হাজার টাকা থেকে ৬০ হাজার বাজেটে। উপরে আগেই বলে দিয়েছি এই বাজেটে কি কি পাচ্ছেন। এবার চলুন দেখে নেই এই বাজেটের কিছু বাজার কাপানো ল্যাপটপ।
Lenovo IP330(Ryzen 5) : বর্তমানে দেশের বাজারে পাওয়া একমাত্র রাইজেন ৫ সাপোর্টেড ল্যাপটপ এটি। দেখতে স্লিম এবং অনেকটা প্রিমিয়াম ম্যাট ব্লু ফিনিশিং। দেখতে সুন্দর হলেও কিছু ড্রব্যাক থেকেই যায়। যেমন- থার্মাল থ্রটলিং,ব্যাকলিট কিবোর্ড না থাকা, আরেকটু বেটার ব্যাটারী তার সাথে ন্যারো ব্যাজেল এবং আরেকটু ভালো মানের ডিসপ্লে প্যানেল দিলে বাজারে আরো বেশি সাড়া ফেলতো বলে আমি মনে করি।
ACER ASPIRE A515-51G : এসারের এই মডেলটি আগে ইণ্টেলের ৭ম জেনারেশন এ পাওয়া যেত। ২০১৮ এর দিকে তারা এর আপগ্রেডেড ৮ম জেনারেশন বাজারে নিয়ে আসে। ২ টেরাবাইট হার্ডড্রাইভ, ব্যাকলিট কিবোর্ড এর পাশাপাশি মোটামুটি ভালো ডিসপ্লে আর সাথে আপগ্রেডিবিলিটী অপশন একে অন্যতম প্রতিদ্ধন্দী হিসেবে বাজারে টিকিয়ে রেখেছে। এসারের চিরচেনা হিটিং ইস্যুর খানিকটা দেখা পাবেন এতে তবে এর চওড়া ব্যাজেল এবং ওজন ছাড়া বাকি সব কিছুই ভালো ছিলো।
Lenovo IP330(intel i5) : লেনোভোর এই মডেলটির অন্যতম ফিচার এর ৪ জিবি এএমডি ৫৩০ জিপিউ। বাকি সব কিছুই আগে আলোচনা করা হয়েছে। ড্রব্যাক গুলো আপনাদের এতক্ষনে জানিয়ে ফেলেছি।
HP Pavilion 15-cc155TX: ৬০ হাজার বাজেটে অন্যতম সেরা ল্যাপটপ হিসেবে বাজারে পাওয়া যাচ্ছে। ৪জিবি ৯৪০ এমএক্স এর জিপিউ। এর বিস্তারিত নিয়ে একটি বিস্তারিত রিভিউ লেখা আছে আমাদের সাইটে। ড্রব্যাক হিসেবে বলবো লো পাওয়ার জিপিউ আর ওয়াইড ব্যাজেল আর কুলিং এর আংশিক দুর্বলতা।
Dell Inspiron 5570: ৫৮ হাজারের আসেপাশের বাটে অন্যতম প্রতিদ্বন্দ্বী এই ল্যাপটপটি। এসারের ল্যাপটপটির মতো এতেও থাকছে ২ টেরাবাইটের স্টোরেজ আর ২ জিবি ডেডিকেটেড জিপিউ।ল্যাপটপ এর জিপিউ এর ক্ষেত্রে আমি এনভিডীয়ার জিপিউকে এগিয়ে রাখবো কেননা তারা এএমডীর তুলনায় কম পাওয়ার নেয়। ল্যাপটপের ক্ষেত্রে যতটা কম পাওয়ার ততটা বেশি ব্যাকাপ এই থিওরি অনুসারে ডেল চাইলে তাদের ব্যাটারী বাড়াতে পাড়তো বলে আমি মনে করি। সাদামাটা ডিজাইন আর মোটা বেজেল ২০১৯ এ এসে মানা যায় না। আশা করা যায় খুব শীঘ্রই তাড়া এর আপগ্রেড নিয়ে আসবে বাজারে।
Asus VivoBook S15 S530UF : “বিউটি উইথ এভারেজ ব্রেইন” এই কথাই বলবো এই ল্যাপটপের ক্ষেত্রে। চমৎকার বিল্ড কোয়ালিটী, ব্যাকলিট কিবোর্ড, থিন ব্যাজেল, ফিংগারপ্রিন্ট স্ক্যানার, স্টাইলিশ এন্ড প্রিমিয়াম লুকিং এই ল্যাপটপ দেখা মাত্র আপনার পছন্দ হতে বাধ্য। তবে এই ল্যাপটপটির বেশকিছু ড্রব্যাক আছে। ২০১৮ এর শেষ কোয়াটারে এটি রিলিজ পেয়েছে তবে এতে থাকা ডিভিডি ড্রাইভটিকে আমার অন্যতম অপ্রয়োজনীয় ফিচার মনে হয়েছে। একে বাদ দিয়ে ব্যাটারি আরো এক্সটেন্ড করতে পারতো মনে করি। আসুস চাইলে এই বাজেটে এমএক্স ১৫০ দিতে পারতো আমি মনে করি। এম এক্স ১৩০ একদম এন্ট্রি লেভেল জিপিউ যার মাধ্যমে আপনি ভারী গেমিং করতে ব্যাপক প্যাড়ায় পরবেন। এই ব্যাপারটা বাদ দিলে অভারওল বেস্ট প্যাকেজ অফার করছে বাজারে।
অনেক আলোচনা হলো, আমি সিউর করে বলতে পারি এতক্ষন ধরে আমার লেখা অনেকেই বিরক্ত হয়ে আছেন। যাবার আগে ম্যানুফ্যাকচারারদের কাছে একটি ছোট বার্তা-“ ৫০ থেকে ৬০ হাজার টাকা বাজেটে বাজারে কিছু সংখ্যক ল্যাপটপ আছে যা আমাদের মত গ্রাহকদের জন্য বেটার কিছু অফার করে আবার অনেক ল্যাপটপই পুরোনো বোতলে নতুন মদ টাইপের। আপনাদের কাছে সবার একটাই আশা যাতে দিনে দিনে ভালো স্পেক আরো কম দামে আমাদের হাতে পৌছায়। এতে করে বাজারে কম্পিটিশন তো বাড়বেই তার সাথে সাথে বাড়বে ক্রেতার সংখ্যা”
আজ এই পর্যন্তই। ফিরে আসবো আরেকদিন নতুন কিছু নিয়ে। ততদিন ভালো থাকবেন, ভালো রাখবেন।
খোদা হাফেজ।
The post ৫০ হাজার থেকে ৬০ হাজারে কিছু বাজার সেরা ল্যাপটপ appeared first on ATC ToTo.
from ATC ToTo
via ifttt
No comments:
Post a Comment