ফোল্ডেবল স্মার্টফোনের উপর কাজ করছিল অনেকেই, কিন্তু স্যামসাং সবাইকে পিছনে ফেলে রিলিজ করে দিলো বিশ্বের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন। একদম প্রথম বললে একটু ভুল হবে, কারণ রয়োল নামক একটি কোম্পানি আনে প্রথম কমার্শিয়াল ফোল্ডেবল ডিভাইস। তবে জনপ্রিয় এবং প্রচলিত ব্র্যান্ডগুলোর মধ্যে স্যামসাং ই প্রথম।
তো কি থাকছে এই গ্যালাক্সি ফোল্ড এ? চলুন এক নজরে জেনে নেয়া যাক।
গ্যালাক্সি ফোল্ডের একটি বিশেষত্ব হচ্ছে, ফোল্ড করে এটা নরমাল স্মার্টফোন হিসেবেও চালানো যায়, ঐ ফোন মোড এর স্ক্রিন সাইজ হচ্ছে ৪.৭ ইঞ্চি এবং ফুল ফোল্ডেবল অবস্থায় ৭.৩ ইঞ্চি। ডিসপ্লে তে স্যামসাং বরাবরই সুপার এমোলেড ব্যবহার করে আসছে, তবে গ্যালাক্সি ফোল্ডে তারা ব্যবহার করেছে ডায়নামিক এমোলেড ডিসপ্লে! যা দেখার অভিজ্ঞতাকে করবে আরো জীবন্ত।
ডিসপ্লের একপাশে ফ্রন্ট ক্যামেরা বসানোর জন্য হালকা নচের মত করা হয়েছে, যা অনেকের কাছেই বিরক্তের কারন হতে পারে।
লেটেস্ট এন্ড্রয়েড পাই থাকছে ওএস হিসেবে আর হার্ডওয়্যারে থাকছে দারুন চমক। ৭ ন্যানোমিটারের স্ন্যাপড্রাগন ৮৫৫ দেয়া হয়েছে গ্যালাক্সি ফোল্ডে। এড্রেনো ৬৪০ আছে জিপিইউতে। হার্ডওয়্যার স্পেকস দেখে বুঝতেই পারছেন এই বান্দা পারফর্মেন্সের দিক দিয়ে আপনাকে কখনো হতাশ করবেনা।
ক্যামেরাতেও চমকে দিয়েছে স্যামসাং। মেইন শ্যুটার হিসেবে ট্রিপল ক্যামেরা রেখেছে তারা, যার মধ্যে একটি ১২ মেগাপিক্সেল রেগুলার ওয়াইড, ১২ মেগাপিক্সেল টেলিফটো এবং ১৬ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর। সামনে আছে ১০ মেগাপিক্সেল রেগুলার এবং ৮ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর।
এই পাঁচটি ক্যামেরা ছাড়াও আছে ৬ষ্ঠ একটি ক্যামেরা। যাকে কভার ক্যামেরা বলা হচ্ছে। ১০ মেগাপিক্সেল এফ/২.২ এপার্চারের এই ক্যামেরা ফোল্ড থাকা অবস্থাতেও কাজ করবে।
ইনফিনিটি ফ্লেক্স ডিসপ্লে সমৃদ্ধ এই ডিভাইসটি ফোল্ড করার সিস্টেমটাও দারুন। বই এর মত করে খোলা যাবে এটি। খুললেই ৭.৩ ইঞ্চির ডিসপ্লে ভেসে উঠবে চোখের সামনে। ভাঁজ করলে বইয়ের মলাটের উপর ভেসে উঠবে ৪.৭ ইঞ্চির স্ক্রিন! স্যামসাং একে একইসাথে ফোন, ট্যাবলেট এবং ক্যামেরা বলে উল্লেখ করেছে।
এছাড়াও মাল্টিটাস্কিং এ নতুন মাত্রা যোগ করেছে এটি। হোয়াটস এপ, ব্রাউজিং, ইউটিউবিং এর মত কাজগুলো করা যাবে একসাথে, একই স্ক্রিণে! গ্যালাক্সি ফোল্ডের সিকিউরিটি ব্যবস্থায় আছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর এই দানবকে পাওয়ার আপ করবে দুইভাগে থাকা দুটো নন রিমুভেবল ব্যাটারি যার রেটিং ৪৩৮০ মিলি এম্পিয়ার আওয়ার। সবমিলিয়ে একে একটা কমপ্লিট প্যাকেজ বলাই যায়।
এপ্রিলের ২৬ তারিখ থেকে ১৯৮০ ডলারে বিক্রি শুরু হবে স্যামসাং এর গ্যালাক্সি ফোল্ড। দারুণ এই দানবীয় ডিভাইসটি কেনার জন্য আপনি প্রস্তুত তো?
The post ভাঁজ করে রাখা যাবে স্যামসাং এর গ্যালাক্সি ফোল্ড appeared first on ATC ToTo.
from ATC ToTo
via ifttt
No comments:
Post a Comment