সান ফ্রান্সিসকোতে উন্মোচিত করা হলো স্যামসাং “এস সিরিজ” এর নতুন দুটি ফ্ল্যাগশিপ, গ্যালাক্সি এস১০ এবং গ্যালাক্সি এস১০ প্লাস। এই দুই নতুন ফ্ল্যাগশিপ ডিভাইস এর পাশাপাশি রয়েছে গ্যালাক্সি এস১০ ফাইভ জি এবং এস১০ই নামক আরো দুইটি ডিভাইস।
“সুপার অ্যামোলেড” কে বিদায় জানিয়ে, স্যামসাং তাদের নতুন ডিভাইস গুলোর মধ্যে ব্যবহার করেছে “ডায়নামিক অ্যামোলেড” নামক অ্যামোলেড ডিসপ্লে।
গ্যালাক্সি এস৮ সিরিজের মধ্যে মেজর ডিজাইন পরিবর্তন করার পর স্যামসাং গ্যালাক্সি এস১০ এও পরিবর্তন করেছে মেজর ডিজাইন । গ্যালাক্সি এস১০ সিরিজ এর মধ্যে থাকছে পাঞ্চ হোল ডিসপ্লের ব্যবহার। যেখানে ডিসপ্লের মধ্যে ছিদ্র করে ক্যামেরা বসানো হয়েছে ।
উক্ত তিনটি ডিভাইস এর মধ্যে রয়েছে “পাওয়ার শেয়ার” নামে রিভার্স ওয়্যারলেস চার্জিং সিষ্টেম এর ব্যবস্থা ।
এই ‘পাওয়ার শেয়ার” এর মধ্যে নয় ওয়াট ক্ষমতায় অপর ডিভাইস অথবা অন্য কোন গ্যাজেট যেমন “গ্যালাক্সি বাড’স”, “গ্যালাক্সি ওয়াচ এক্টিভ” ওয়্যারলেস ভাবে চার্জ করা সম্ভব হবে। এই রিভার্স চার্জিং সিষ্টেম সর্বপ্রথম “হুয়াওয়ে মেট২০ সিরিজ” এর মধ্যে ব্যবহার করা হয়েছিল যেখানে এর ক্ষমতা ছিল দুই দশমিক পাঁচ ওয়াট ।
সর্বপ্রথম ডিভাইস হিসেবে গ্যালাক্সি এস১০ এবং গ্যালাক্সি এস১০ প্লাস এর মধ্যে রয়েছে আন্ডার ডিসপ্লে আল্টাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এর ব্যবহার । যা দ্বারা ফিঙ্গারপ্রিন্ট এর থ্রি-ডি চিত্রের মাধ্যমে মোবাইল আনলক করা হবে ।
অপর দিকে, বর্তমানে বিভিন্ন কোম্পানি তাদের কিছু ডিভাইসে অপটিক্যাল প্রযুক্তির ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করেছে যা দ্বারা ফিঙ্গারপ্রিন্টের টু-ডি চিত্র ব্যবহার করে ফোন আনলক করা হয়ে থাকে ।
তবে এস১০ ই এর সাইডের পাওয়ার বাটনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে। আর এক্ষেত্রেও আল্টাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে ।
তিনটি ডিভাইসের মধ্যেই ব্যবহার করা হয়েছে স্যামসাং এর নিজস্ব চিপসেট এক্সিনোজ ৯৮২০। তবে কিছু দেশের ভেরিয়েন্ট এর মধ্যে থাকবে কোয়ালকম এর স্ন্যাপড্রাগন ৮৫৫ চিপসেট। তাছাড়া সব ডিভাইসে থাকছে ওয়াইফাই ৬ এর সাপোর্ট।
গ্যালাক্সি এস১০ই :
গ্যালাক্সি এস১০ এবং গ্যালাক্সি এস১০ প্লাস এর চেয়ে তুলনামূলক কম দামী এই ডিভাইসটিতে থাকছে না কার্ভ এজ ডিসপ্লের ব্যবহার। অর্থাৎ গ্যালাক্সি এস১০ই এর মধ্যে ব্যবহার করা হয়েছে ফ্ল্যাট স্ক্রিন। ৫.৮ ইঞ্চি ডায়নামিক অ্যামোলেড ডিসপ্লে যুক্ত এই মোবাইলের রেজুলেশন হচ্ছে ২২৮০×১০৮০, যেখানে এর পি.পি.আই.(পিক্সেল পার ইঞ্চি) হচ্ছে ৪৩৮।
ডুয়াল ক্যামেরা যুক্ত এই ডিভাইসের মেইন ক্যামেরা হিসেবে থাকছে গ্যালাক্সি এস১০/এস১০ প্লাস এর মত ডুয়াল অ্যাপারচার যুক্ত ১২ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর । অপর ক্যামেরা তে থাকছে ১৬ মেগা পিক্সেল এর আল্ট্রা ওয়াইড এঙ্গেল ক্যামেরা সেন্সর ।
অপর দুই মোবাইলের মতো ফ্রন্টে থাকছে ১.৯ অ্যাপারচার যুক্ত ১০ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর।
১৫০ গ্রাম ওজনের এই ডিভাইসে থাকছে ৩১০০ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি।
প্রিজম হোয়াইট, প্রিজম ব্লু, প্রিজম গ্রীন, প্রিজম ব্ল্যাক এবং ক্যানারি ইয়োলো কালারের এই ডিভাইসটি পাওয়া যাবে (৬/১২৮) এবং (৮/২৫৬) জিবি র্যাম/রম ভেরিয়েন্টে ।
গ্যালাক্সি এস১০ :
স্যামসাং এর সর্বপ্রথম ফ্ল্যাগশিপ ডিভাইস হিসেবে গ্যালাক্সি এস১০ এর পিছনে থাকছে ট্রিপল ক্যামেরার সেট আপ। ১২ মেগাপিক্সেল এর টেলিফটো লেন্স ছাড়া বাকি সব ক্যামেরা সেন্সর থাকছে গ্যালাক্সি এস১০ই এর মতো। ৩০৪০×১০৪০ কোয়ার্ট এইচডি প্লাস রেজুলেশন যুক্ত এই মোবাইলের ৬.১ ইঞ্চির ডিসপ্লের পি.পি.আই. হচ্ছে ৫৫০।
৩৪০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি যুক্ত এই ডিভাইসের ওজন হচ্ছে ১৫৭ গ্রাম। গ্যালাক্সি নোট৯ এর মতো রম যুক্ত এই ডিভাইসটি পাওয়া যাবে (৮/১২৮) জিবি এবং (৮/৫১২)জিবি র্যাম/রম ভেরিয়েন্টে। গ্যালাক্সি এস১০ই এর ক্যানারি ইয়োলো ছাড়া বাকি সব কালারে পাওয়া যাবে এই ডিভাইসটি।
গ্যালাক্সি এস১০ প্লাস :
গ্যালাক্সি এস১০ এর মতো ডিসপ্লে রেজুলেশন যুক্ত এই ডিভাইসের পি.পি.আই. হচ্ছে ৫২২। এই ডিভাইসে ৬.৩ ইঞ্চি ডিসপ্লে থাকায় এর পি.পি.আই. গ্যালাক্সি এস১০ থেকে কিছুটা কম।
স্যামসাং এর প্রথম ফ্ল্যাগশিপ ডিভাইস হিসেবে এস১০ প্লাস এর মধ্যে রয়েছে ডুয়েল ফ্রন্ট ক্যামেরা সেট-আপ। গ্যালাক্সি এস১০ এর মতো ক্যামেরা সেট-আপ সহ এই প্লাস ভার্সনের ফন্টে থাকছে ৮ মেগাপিক্সেল এর ডেপথ সেন্সর ক্যামেরা। ১৭৫ গ্রাম ওজনের এই ডিভাইসে থাকছে ৪১০০ মিলি অ্যাম্পেয়ার ব্যাটারি।
গ্যালাক্সি এস১০ প্লাস এর (৮/১২৮)জিবি র্যাম/রম ভরিয়েন্টে থাকছে গ্লাস ব্যাকপ্যানেল । এবং গ্যালাক্সি এস১০ এর মতো সকল কালার অপশন।
অপর দুই ভরিয়েন্ট অর্থাৎ (১২/৫১২)জিবি (১২জবি/১টিবি) র্যাম/রম ভেরিয়েন্টে থাকছে সিরামিক ব্যাকপ্যানেল। পাওয়া যাবে “সিরামিক হোয়াইট” এবং “সিরামিক ব্লাক” কালারে ।
গ্যালাক্সি এস১০ ফাইভ জি:
এই ডিভাইসটিতে থাকছে ৬.৭ ইঞ্চির ডায়নামিক অ্যামোলেড ডিসপ্লে এবং ৪৫০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি। পিছনে থাকছে চারটি ক্যামেরা আর অবশ্যই ফাইভ জি নেটওয়ার্ক এর ব্যবস্থা।
সবমিলিয়ে স্যামসাং দারুন কিছু ইনোভেশন দিয়ে আবারো চমকে দিলো টেক বিশ্বকে। আপনি কি ভাবছেন স্যামসাং এর এই “এস সিরিজ” নিয়ে? জানাতে পারেন কমেন্ট বক্সে।
The post আকর্ষণীয় সব ফিচার নিয়ে উন্মোচিত হলো গ্যালাক্সি এস১০ সিরিজ appeared first on ATC ToTo.
from ATC ToTo
via ifttt
No comments:
Post a Comment