মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (MWC) স্মার্টফোন প্রেমীদের জন্য খুবই আকাঙ্ক্ষিত একটি আয়োজন। বার্সোনালায় অনুষ্ঠিত ২০১৯ এর এই আসরে একের পর এক চমক দিয়েই যাচ্ছে নামীদামী সব ব্র্যান্ডগুলো। স্যামসাং ও তাদের “এ সিরিজ” এর দুটো ফোনের ঘোষনা দিয়ে জানান দিলো যেন তাদের অংশগ্রহণ!
গ্যালাক্সি এ৩০ এবং এ৫০ নামে দুটো ফোনেই স্যামসাং ব্যবহার করেছে তাদের সুপার এমোলেড ইনফিনিটি ইউ ডিসপ্লে। একসাথে রিলিজ হলেও এদের মধ্যে দাম এবং স্পেক এ থাকবে উল্লেখযোগ্য পার্থক্য।
এ৫০ তে স্যামসাং দিয়েছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। বলা হচ্ছে, এটাই স্যামসাং এর প্রথম মিডরেঞ্জ স্মার্টফোন যাতে দেয়া হয়েছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ৬.৪ ইঞ্চি ডিসপ্লেটির রেজ্যুলেশন ১০৮০*২৩৪০। এ৩০ তে অনুরূপ সবকিছু থাকলেও থাকছেনা শুধু আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তার বদলে দেয়া হয়েছে রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সুবিধা।
ক্যামেরাতেও রয়েছে এ৩০ এবং এ৫০ এর মধ্যে পার্থক্য। এ৫০ তে আছে ট্রিপল ক্যামেরা সেটআপ। যার মধ্যে ২৫ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৫ মেগাপিক্সেল ডেপথ এবং ৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সর। ফ্রন্ট ক্যামেরায় আছে ২৫ মেগাপিক্সেলের সেলফি শ্যুটার। এ৩০ তে পাবেন ডুয়াল ক্যামেরা। যার একটি ১৬ মেগাপিক্সেলের প্রাইমারি এবং অন্যটি ৫ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড সেন্সর।
ধারনা করা হচ্ছে আউট অফ দ্য বক্স এন্ড্রয়েড পাই থাকবে দুটোতেই। আর এদিকে হার্ডওয়্যারে এ৩০ এবং এ৫০ এ থাকবে যথাক্রমে এক্সিনোস ৭৯০৪ এবং ৯৬১০। এ৩০ আসবে ৩/৩২ এবং ৪/৬৪ জিবি ভার্সনে। আর এ৫০ তে থাকবে ৪/৬৪ এবং ৬/১২৮ জিবি র্যাম/রম।
দুটো ডিভাইসেই ৪০০০ মিলি এম্পিয়ার আওয়ার ব্যাটারি, সাথে আছে ফাস্ট চার্জিং এর সুবিধা।
সবমিলিয়ে মিড বাজেটে স্যামসাং ভালো কিছু অফার করার চেষ্টা করছে। সামনের মাসেই এটা বাজারে চলে আসার কথা। দামের ব্যাপারে কিছু জানা যায়নি, তবে মিডরেঞ্জ তকমাটা যেহেতু দেয়া হয়েছে “এ সিরিজ” এর সাথে, সেহেতু দাম হাতের নাগালে থাকবে বলেই আশা করছি। জানাতে ভুলবেন না আপনার মতামত। এটিসির সাথেই থাকুন।
The post মিডরেঞ্জে আবারো চমক নিয়ে হাজির স্যামসাং appeared first on ATC ToTo.
from ATC ToTo
via ifttt
No comments:
Post a Comment