বার্সেলোনার মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০১৯ এর মধ্যে অপ্পো আয়োজন করলো “ইনোভেশন ইভেন্ট” নামক এক ইভেন্ট যেখানে অপ্পো ঘোষণা করলো তাদের প্রথম ফাইভ জি স্মার্টফোন এবং প্রদর্শন করলো ১০এক্স লসলেস জুম এর প্রযুক্তি। এই প্রযুক্তির সাহায্যে প্রাথমিক ক্যামেরার তুলনায় ১০ গুন বেশি জুম করে ছবি তোলা যাবে কোন ডিটেইলস না হারিয়ে।
এর আগে অপ্পো ৫এক্স হাইব্রিড জুম এর প্রযুক্তি প্রদর্শন করেছিল ২০১৭ এর মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে। কিন্তু ৫এক্স হাইব্রিড জুম প্রযুক্তি ব্যবহার করে কোন মোবাইল বাজারে আনা হয়নি। তবে এবার মোটামুটি নিশ্চয়তা আছে যে অপ্পোর পরবর্তী ফাইভ জি যুক্ত ডিভাইসেই থাকবে ১০এক্স বা ১০ গুন লসলেস জুম করার প্রযুক্তির ব্যবহার।
ধারনা করা হচ্ছে খুব সম্ভবত অপ্পো ফাইন্ড এক্স২ বা ফাইন্ড জেড নামের এই ডিভাইসে থাকবে স্ন্যাপড্রাগন ৮৫৫ চিপসেট এবং কোয়ালকম এক্স৫০ নেটওয়ার্ক মডেম ব্যবহার করে দেওয়া হবে ফাইভ জি এর সুবিধা।
ট্রিপল ক্যামেরা যুক্ত এই ডিভাইসটিতে মেইন ক্যামেরায় থাকবে ৪৮ মেগা পিক্সেল এর ক্যামেরা সেন্সর যা সনি আইএমএক্স ৫৮৬ সেন্সর হওয়ার কথা, একটি ৮ মেগাপিক্সেল এর ক্যামেরা সেন্সর থাকবে আল্ট্রা ওয়াইড এঙ্গেল ছবির জন্য এবং অপর ক্যামেরা হিসেবে থাকবে ১০এক্স লসলেস জুম প্রযুক্তি যুক্ত ১২ মেগা পিক্সেলের টেলিফটো লেন্স।
তবে এটি কোন সাধারণ টেলিফটো লেন্স নয়। কারন সাধারণ টেলিফটো লেন্স দিয়ে ১০এক্স লসলেস জুমের ব্যবস্থা করতে চাইলে সেই ক্যামেরা মডিউল এর আকার হতো বিশাল যার কারণে গোটা ফোনের আকার অনেক বড় হতো। তাই সাবমেরিন ডুবো জাহাজ এ ব্যবহৃত পেরিস্কোপ এর গঠন অনুসরণ করে কাজ করবে এর ১০এক্স লসলেস জুম ব্যবস্থা। যার ফলে ক্যামেরা ওপেনিং থেকে আলো একটি আয়নার দ্বারা সোজাসোজি না থেকে সমান্তরাল ভাবে পাশে থাকা ক্যামেরা সেন্সরে পৌঁছাবে।
অফিসিয়াল ভাবে জানানো হয়েছে এই ফ্ল্যাগশিপ ডিভাইসটি এপ্রিল-জুন মাসের মধ্যে মার্কেটে চলে আসবে। তাদের প্রোটোটাইপ মোবাইলে ১০এক্স লসলেস জুম টেকনোলজি ব্যবহার করে তোলা কিছু ছবির দেখতে পারেন গুগল ড্রাইভের এই লিংক থেকে।
ভবিষ্যতে এই ধরনের প্রযুক্তি আমরা স্যামসাং এর ডিভাইস গুলোতে দেখতে পাবো বলে মনে হচ্ছে। কেননা অপ্পোর জন্য ১০এক্স লসলেস জুম প্রযুক্তি তৈরি করেছে “Corephotonics” নামক একটি কোম্পানি এবং কিছু দিন আগে স্যামসাং এই কোম্পানিকে ১৫৫ মিলিয়ন মার্কিন ডলার দিয়ে কিনে নিয়েছে। ১০এক্স লসলেস জুম ছাড়াও এই কোম্পানির কাছে ২৫এক্স লসলেস জুমের প্রযুক্তি আছে বলে জানা গেছে।
আপনাদের কেমন লেগেছে স্মার্টফোনে এই নতুন অন্তর্ভুক্তির ব্যাপারটি? জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে।
The post স্মার্টফোন ক্যামেরায় পেরিস্কোপ ব্যবহার করে চমকে দিলো অপ্পো! appeared first on ATC ToTo.
from ATC ToTo
via ifttt
No comments:
Post a Comment