স্লাইডিং সিস্টেম নিয়ে শাওমি তাদের মি মিক্স থ্রি উন্মোচিত করেছিল গত বছরের অক্টোবর মাসে। নভেম্বর মাস থেকে এই ডিভাইস পাওয়া যাচ্ছিল বাজারে। তখনই জানানো হয়েছিল এই মি মিক্স থ্রি এর আসবে একটি ফাইভ-জি ভার্সন। অবশেষে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০১৯ এর মধ্যে দেখা মিলল মি মিক্স থ্রি এর ফাইভ জি ভার্সন এর।
মি মিক্স থ্রি এর মধ্যে স্ন্যাপড্রাগন ৮৪৫ থাকলেও মি মিক্স থ্রি ফাইভ জি এর মধ্যে থাকছে লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮৫৫ চিপসেট। কারন স্ন্যাপড্রাগন ৮৪৫ চিপসেট ফাইভ জি সাপোর্ট করে না। কোয়ালকমের ফাইভ জি মডেম অর্থাৎ এক্স৫০ ফাইভ জি নামক মডেম ব্যবহার করে মি মিক্স থ্রি এর মধ্যে ফাইভ জি নেটওয়ার্ক এর ব্যবস্থা করা হয়েছে।
চিপসেট পরিবর্তনের পাশাপাশি এই ফাইভ জি ভার্সনটিতে আগের তুলনায় ব্যাটারি ক্যাপাসিটি বৃদ্ধি করা হয়েছে। যেখানে মি মিক্স থ্রি এর মধ্যে ছিল ৩২০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি সেখানে মি মিক্স থ্রি ফাইভ জি এডিশন এ রয়েছে ৩৮০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি। এছাড়া এই ফাইভ জি ভার্সনের বাকি সবকিছু থাকছে মি মিক্স থ্রি এর মতোই। মি মিক্স থ্রি এর প্রাথমিক ভার্সন কেমন ছিল জানতে দেখুন আমাদের ফুল ভিডিও রিভিউ এখানে ক্লিক করে।
ফাইভ জি নেটওয়ার্ক সংবলিত এই ডিভাইসটি বাজারে পাওয়া যাবে সামনের মে মাস থেকে এবং এই ভার্সনটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৫৯৯ ইউরো যাকে টাকায় রূপান্তর করলে হয় প্রায় ৫৭ হাজার টাকা। বাংলাদেশে এর আন-অফিসিয়াল মূল্য হতে পারে প্রায় ৬০ হাজার টাকা। সারা বিশ্বে ফাইভ জি টেকনোলোজি এবং সাপোর্টেড ডিভাইস নিয়ে বেশ হইচই চলছে। শুরুতেই শাওমি বড় বড় গ্লোবাল ব্র্যান্ডদের সাথে পাল্লা দিয়ে উন্মোচন করে ফেললো ফাইভ জি ডিভাইস যেখানে অল্প কিছু বছর আগেও তারা ছিল তালিকার বাহিরে। স্মার্টফোন দুনিয়ায় এরকম পরিবর্তনের ঝড় বয়ে যাবে আগামী কয়েক বছর বলেই ধারনা করছি। আপনাদের মতামত দিতে ভুলবেন না কমেন্ট বক্সে।
The post সবচেয়ে কম দামে ফাইভ জি স্মার্টফোন দিচ্ছে শাওমি! appeared first on ATC ToTo.
from ATC ToTo
via ifttt
No comments:
Post a Comment