মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে (২০১৯) সকল গ্লোবাল মোবাইল ব্রান্ড তাদের নিত্যনতুন ডিভাইস গুলো প্রকাশ করতে খুবই ব্যস্ত। এরই মাঝে নোকিয়া নিয়ে আসলো ৫ ক্যামেরা বিশিষ্ট নোকিয়া ৯ পিওরভিউ। কি কি থাকছে এই নোকিয়া ৯ পিওরভিউ এ? চলুন এক নজরে দেখে নেওয়া যাক।
প্রথমেই ক্যামেরা দিয়ে শুরু করলাম। কারণ নোকিয়া ৯ পিওরভিউ এর সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে এর ৫টি রিয়ার ক্যামেরা। প্রতিটি রিয়ার ক্যামেরাই ১২ মেগাপিক্সেলের এবং এপারচার ১.৮ কিন্তু মাত্র ২টা ক্যামেরা কালার শ্যুট করবে বাকি ৩টা মনোক্রোম সেন্সর হিসেবে ব্যবহৃত হবে। যেগুলো একত্রে অন্যান্য সাধারন স্মার্টফোনের ক্যামেরার তুলনায় ১০ গুন বেশি আলো ক্যাপচার করতে পারে।
নোকিয়ার ভাষ্যমতে প্রতিটি ক্যামেরা আলাদা আলাদা ভাবে ছবি শ্যুট করবে এবং শেষে সবগুলোকে একত্র করে একটি মাত্র ছবি প্রকাশ করবে যা হবে অত্যাধিক নিখুঁত। যার ফলে বলা যেতে পারে যে এটি এমন একটি স্মার্টফোন ক্যামেরা যা ছবির ডিটেইলস এবং কালারে এক নতুন মাত্রা যোগ করবে। আরো রয়েছে ৩ডি টিওএফ সেন্সর যা শ্যালো ডেপথ অফ ফিল্ড রেন্ডারিং এর জন্য হাই ফিডেলিটি ডেপথ ম্যাপ সৃষ্টি করে। ফ্রন্ট ক্যামেরায় ব্যবহার করা হয়েছে ২০ মেগাপিক্সেলের একটি মাত্র লেন্স।
নোকিয়ার এই ৫টি ক্যামেরা নিয়ে মজার ব্যাপার হচ্ছে এর চিপসেট একসাথে তিনটির বেশি ক্যামেরা সাপোর্ট করেনা। “লাইট” নামে একটি কোম্পানীর লাক্স ক্যাপাসিটর ক্যামেরা কন্ট্রোলিং চিপ ব্যবহার করে একইসাথে ৫টি সেন্সরের সমন্বয় ঘটিয়েছে নোকিয়া তাদের পিওরভিউতে। এমনকি ফাইনাল প্রোডাকশনের আগের স্যাম্পল ইউনিট থেকেও পাওয়া গিয়েছে চোখ ধাঁধানো ছবি।
পিওরভিউ এর এই ক্যামেরা প্রযুক্তি স্মার্টফোন ক্যামেরাকে নিয়ে যাবে অনন্য এক উচ্চতায়। সাধারণ স্মার্টফোন ক্যামেরায় একটি ছবি তুলতে খুব অল্প সময় লাগলেও নোকিয়া ৯ তার পাঁচ ক্যামেরার সমন্বয়ে একটি ছবি উঠাতে সময় নিবে প্রায় ১০ সেকেন্ড। তবে সেই ছবি আপনাকে দিবে অনেকগুণ বেশি ডিটেইল এবং কালার।
ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে ১৪৪০*২৮৮০ পিক্সেল বিশিষ্ট ৬.৯৯ ইঞ্চির পি-ওলেড প্যানেল যা ১৬ এম কালার সাপোর্টেড এবং প্রটেকশন হিসেবে আছে কর্নিং গরিলা গ্লাস ৫। ডিসপ্লেতে অলওয়েজ অন ও এইচডি আর ফিচার থাকছে। পাওয়ার সাপ্লাই এর জন্য রয়েছে নন রিমুভেবল ব্যাটারি যার রেটিং ৩৩২০ মিলি এম্পিয়ার আওয়ার যা এই ডিসপ্লে ও ২কে রেজুলেশনের জন্য আমার কাছে একটু কমই মনে হয়েছে।
এতে থাকছে ১৮ ওয়াটের চার্জার, যা কুইক চার্জ ৩ সাপোর্টেড। আরো থাকছে ইউএসবি পাওয়ার ডেলিভারি সহ ওয়্যারলেস চার্জিং এর মত সুবিধা। থাকছে না ৩.৫ মিলিমিটার অডিও আউটপুট জ্যাক। এন্ড্রয়েড পাই বেসড গুগলের নিজস্ব এন্ড্রয়েড ওয়ান থাকছে ওএস হিসেবে আর হার্ডওয়্যারে থাকছে ১০ ন্যানোমিটারের স্ন্যাপড্রাগন ৮৪৫ চিপসেট। জিপিইউ হিসেবে থাকছে এডরেনো ৬৩০।
নোকিয়া ৯ পিউরভিউ এর সিকিউরিটি ব্যবস্থায় রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আরো থাকছে আইপি ৬৭ ওয়াটার রেটিং।
এতে সিঙ্গেল সিম অথবা হাইব্রিড ডুয়াল সিম উভয় সুবিধা ই থাকছে(ন্যানো সিম) সাথে থাকছে ৪জি কানেকটিভিটি। ইন্টারনাল স্টোরেজ থাকছে ১২৮ জিবি, এক্সটারনালি এক্সপ্যানডেবল আপ টু ৫১২ জিবি এবং সিস্টেম হ্যান্ডেলের জন্য আছে ৬ জিবি র্যাম।
এবছরের মার্চের শুরু থেকেই ফোনটি পাওয়া যাবে মার্কেটে যার দাম ইউএসএ তে নির্ধারণ করা হয়েছে ৬৯৯ ইউএস ডলার যার বাংলাদেশি মূল্য প্রায় ৫৯০০০ টাকা (ভ্যাট বাদে)। ফিচারের সাথে দামের তুলনা করলে আমি বলবো দাম কমফোর্ট জোনেই আছে।
সবমিলিয়ে এই ছিল নোকিয়া ৯ এর শর্ট নিউজ। আপনি কি ভাবছেন এই পাঁচ ক্যামেরার দানবকে নিয়ে? জানাতে পারেন কমেন্টবক্সে।
The post একটি নোকিয়া ফোনে পাঁচটি ক্যামেরা! appeared first on ATC ToTo.
from ATC ToTo
via ifttt
No comments:
Post a Comment